ad720-90

নতুন ডিজাইনে আসছে ফেসবুক


লাস্টনিউজবিডি,০২ মে: শিগগিরই নতুন ডিজাইনে ব্যবহারকারীদের সামানে হাজির হচ্ছে ফেসবুক। সম্প্রতি একাধিক তথ্য চুরির অভিযোগে জর্জরিত সোশ্যাল মিডিয়া কোম্পানি ডিজাইনে আমুল পরিবর্তন করে গ্রাহকের মন ফিরে পেতে চাইছে।

গত মঙ্গলবার ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ নতুন এই ডিজাইন প্রকাশ্যে এনেছে। সেখানে কোম্পানির আইকনিক নীল রঙের বার বাদ গেছে। এছাড়াও নিউজ ফিড থেকে গুরুত্ব কমেছে নতুন ডিজাইনে।

নতুন ডিজাইন যোগ হয়েছে কোম্পানির মেসেজিং অ্যাপেও। এছাড়াও নতুন ডিজাইন দেখা যাবে কোম্পানির অনলাইন মার্কেটপ্লেস, ভিডিও অন ডিমান্ড ওয়েবসাইটেও। সব ওয়েবসাইটেই এবার থেকে ছবি সহ স্টোরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়াও চেনা মানুষের সঙ্গে কথা বলার জন্য আসছে একটি নতুন ফিচার। থাকছে সিক্রেট ক্রাশ সহ ফেসবুক ডেটিং টুল।

জাকারবার্গ বলেন, ‘পৃথিবী ক্রমশ বড় হওয়ার কারণে আমাদের আগের থেকে আরও কাছে আসার প্রবণতা জন্মাচ্ছে। এই কারণে ভবিষ্যতে ব্যক্তিগত জীবনে বেশিও গুরুত্ব দিচ্ছে ফেসবুক।’
লাস্টনিউজবিডি/এসএস

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar