ad720-90

মুদি পণ্যের মতোই প্রতিষ্ঠান কেনে অ্যাপল


সিএনবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে অ্যাপল প্রধান টিম কুক বলেন, গড়ে প্রতি দুই থেকে তিন সপ্তাহে নতুন একটি প্রতিষ্ঠান কেনে অ্যাপল। আর শেষ ছয় মাসে অন্তত ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠান কিনেছে তারা।

দেখা যাচ্ছে, অ্যাপল যে সময়ে নতুন একটি প্রতিষ্ঠান কেনে সে সময় পরপরই হয়তো বেশির ভাগ মানুষ মুদি পণ্য কিনে থাকে।

বর্তমানে অ্যাপলের পকেটে নগদ অর্থ রয়েছে ২২৫৪০ কোটি মার্কিন ডলার, যা দিয়ে কোয়ালকমের সঙ্গে চলমান মামলা ৫০ বারের বেশি মীমাংসা করা যাবে। ফলে অ্যাপলের জন্য নতুন প্রতিষ্ঠান কেনাটা বড় কিছু না বলেই ধারণা করা হচ্ছে।

সাধারণত গোপনে প্রতিষ্ঠান কিনলেও অ্যাপলের ছোট ছোট কিছু অধিগ্রহণের খবর প্রায়ই সামনে আসে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar