ad720-90

জাপানের আইটি উইকে দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান


জাপানের আইটি উইকে অংশ নিয়েছে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীতএশিয়ার তথ্যপ্রযুক্তিবিদদের মিলনমেলা হিসেবে খ্যাত জাপান আইটি উইকে অংশ নিয়েছে দেশের বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। আজ ৮ মে টোকিওতে শুরু হওয়া এ আয়োজন চলবে ১০ মে পর্যন্ত। নিজেদের তৈরি সেবা তুলে ধরে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার সুযোগ সৃষ্টি করেছে এ মেলা।

দেশের সফটওয়্যার খাতের বেসরকারি সংগঠন বেসিস সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে মোট ৬২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল অংশ নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইসিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল এতে অংশ নিয়েছিল।

এবারের জাপান আইটি উইকে বেসিসের সদস্য ১৯টি প্রযুক্তিপ্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করছে। সেগুলো হলো ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, ই-পার্ক আইটি, লিডসফট বাংলাদেশ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, ইক্সোরা সলিউশন, প্রাইডসিস আইটি লিমিটেড, ইরা-ইনফোটেক লিমিটেড, বিজেআইটি লিমিটেড, নেসেনিয়া লিমিটেড, ড্রিমার্জ ল্যাব লিমিটেড, মিডিয়া ৩৬৫ লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, ই-জেনারেশন, বিজেডএম গ্রাফিকস, ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেড, সুবরা সিস্টেমস লিমিটেড, গ্রাহো লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড ও ডাইনামিক সল্যুশনস ইনোভেটোরস।

জাপান আইটি উইকে অংশ নেওয়া প্রাইডসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবাল বলেন, দেশের তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা (বিটুবি) ও ব্যবসা সম্ভাবনা বাড়ানোর সুযোগ তৈরি হয় এ ধরনের আয়োজনে। দেশের অন্যতম ইআরপি সফটওয়্যার নির্মাতা, ব্লকচেইন, এআইয়ের মতো নতুন প্রযুক্তি সেবাদাতা হিসেবে জাপানের আইটি উইকে নিজেদের তুলে ধরছেন তাঁরা।

এবারের আয়োজনে প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে পিএমঅ্যাস্পায়ার লিমিটেড, পিক্সেলনেট টেকনোলজিস লিমিটেড, এআইজি ডিস্ট্রিবিউশনস অ্যান্ড কনসালটেন্সি, টিকন সিস্টেমস লিমিটেড, ডেটা গ্রিড লিমিটেড, ফ্লোরা সিস্টেমস লিমিটেড, ফ্রিডম সফট, আই সফটওয়্যার লিমিটেড, পল অ্যান্ড পল কনসালট্যান্ট লিমিটেড ও কমলিঙ্ক ইনফোটেক লিমিটেড।

বেসিসের অংশীজন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং কমনওয়েলথের যৌথ উদ্যোগে পরিচালিত শি-ট্রেডস প্রকল্পের অধীন অংশ নিচ্ছে পাঁচটি বেসিস সদস্য প্রতিষ্ঠান—ইউআই সিস্টেমস লিমিটেড, সিসটেক ডিজিটাল জাপান লিমিটেড, অপাস টেকনোলজি লিমিটেড, এলিগেন্ট টেকনোলজি লিমিটেড ও টিএমএসএস আইসিটি লিমিটেড।

জাপান আইটি উইকে বাংলাদেশ দলের সঙ্গে গেছেন হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, কম্পিউটারের কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব প্রমুখ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar