ad720-90

সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা আনছে স্যামসাং


লাস্টনিউজবিডি,০৯ মে: স্যামসাং ঘোষণা দিয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর আনছে তারা।এখন পর্যন্ত স্মার্টফোনের ক্যামেরায় সর্বোচ্চ ৪৮ মেগাপিক্সেলের আইএমএক্স সেন্সর ব্যবহার করা হয়েছে।

সেন্সরটির নির্মাতা সনি। স্মার্টফোনের বাজারে নিজেদের সোনালি দিন শেষ হয়ে গেলেও ক্যামেরা সেন্সর তৈরিতে এখন পর্যন্ত সনিই সেরা। তাদের বানানো সেন্সরই বাকি স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো ব্যবহার করে থাকে।অন্যদিকে, স্যামসাং নিজস্ব ক্যামেরা সেন্সর ব্যবহার করতো।

সম্প্রতি তারা আইএসওসেল নামে একটি ব্র্যান্ড চালু করেছে। এই ব্র্যান্ডের নাম দিয়ে ক্যামেরা সেন্সরগুলো বাজারজাত শুরু করেছে তারা।৬৮ মেগাপিক্সেলের আইএসওসেল ব্রাইট জিডাবলু১ সেন্সরটিতে স্যামসাং টেটরাসেল নামের একটি প্রযুক্তি ব্যবহার করেছে। এই প্রযুক্তির সাহায্যে ৪টি পিক্সেল মিলে একটি স্কয়ার তৈরি করবে।

এর ফলে কম আলোতেও ১২ মেগাপিক্সেলের উজ্জ্বল ছবি তোলা যাবে। তবে পর্যাপ্ত আলো থাকলে পুরো ৬৪ মেগাপিক্সেলের ছবিই তোলা যাবে।৪৮ মেগাপিক্সেলের জন্য আইএসওসেল ব্রাইট জিএম২ সেন্সর ব্যবহার করেছে স্যামসাং। আর কয়েক মাস পরেই আসবে গ্যালাক্সি নোট ১০। এতে ৪৮ মেগপিক্সেলের সেন্সরটিতাদের ব্যবহার করা হতে পারে।
লাস্টনিউজবিডি/এসএস

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar