ad720-90

হোয়াটসঅ্যাপে ‘মিসড কল’ দিয়ে গোপন তথ্য চুরি!


লাস্টনিউজবিডি,১৪ মে: হোয়াটসঅ্যাপে শুধুমাত্র একটি ‘মিসড কল’ দিয়ে অত্যাধুনিক স্পাই সফটওয়্যার ইন্সটল করা সম্ভব হচ্ছিল বলে স্বীকার করেছে ম্যাসেজিং প্ল্যাটফর্মটি৷ ইসরায়েলের এনএসও গ্রুপ ক্ষতিকর এই প্রোগ্রামটি তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে৷

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে যে, প্রতিষ্ঠানটির ম্যাসেজিং সফটওয়্যারের একটি দুর্বলতা সারানো হয়েছে৷ সেই দুর্বলতা কাজে লাগিয়ে ‘মিসড কল’ দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোনে স্পাই সফটওয়্যার ইন্সটল করার সুযোগ ছিল৷ ইসরায়েলের একটি কোম্পানি এই সুযোগ নিয়ে কিছু ফোন থেকে তথ্য চুরির পথ তৈরি করে দিয়েছে বলেও ধারণা করা হচ্ছে৷

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র সোমবার রাতে জানিয়েছেন যে, অন্তত কয়েক ডজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোনে এভাবে স্পাই সফটওয়্যারের প্রবেশ ঘটানো সম্ভব হয়েছে৷ এ ধরনের হামলা থেকে বাঁচতে তাই হোয়াটসঅ্যাপ অ্যাপটি হালনাগাদ করারও আহ্বান জানিয়েছেন তিনি৷

এদিকে, সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এবং টেকক্রাঞ্চ আক্রান্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোনে পাওয়া স্পাইওয়্যারটি ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি বলে শনাক্ত করেছে৷ এই গ্রুপটি ‘পেগাসাস’ নামের সফটওয়্যার তৈরি করে বিখ্যাত হয়েছিল, যেটি কোনো স্মার্টফোন হ্যাক করে সেটির মাইক্রোফোন এবং ক্যামেরা চালু করতে ও ফোনটির অবস্থান জানতে সক্ষম৷ এমনকি একজনের ফোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটি দিয়ে তাঁর অজান্তেই ম্যাসেজ পাঠানো বা ফোন কল করতে পারে এই প্রোগ্রাম৷

যদিও হোয়াটসঅ্যাপ ‘মিসড কল’ দিয়ে তথ্য চুরির সঙ্গে এনএসও’র সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেনি, তবে জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন উড়িয়ে দিচ্ছে না প্রতিষ্ঠানটি৷

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সরকারগুলোর জন্য মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম সফটওয়্যার তৈরি করা একটি বেসরকারি প্রতিষ্ঠান এই কাজ করেছে বলে সব ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ হচ্ছে ফেসবুকের একটি প্রতিষ্ঠান, যেটির গোটা বিশ্বে দেড় বিলিয়নের মতো ব্যবহারকারী রয়েছে৷ ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিতে ম্যাসেজিং অ্যাপটি ‘এন্ড টু এন্ড ট্রান্সক্রিপশন’ সুবিধা দিয়ে থাকে, যার অর্থ হচ্ছে একটি ফোন থেকে আরেকটি ফোনে পাঠানো বার্তা মধ্যবর্তী অন্য কোনো পক্ষের পক্ষে পড়া সম্ভব নয়৷

ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক, ভিন্নমতাবলম্বী, অ্যাক্টিভিস্ট এবং আইনজীবীর স্মার্টফোন এনএসও’র স্পাইওয়্যার আক্রান্ত হয়েছে বলে জানা গেছে৷ আক্রান্তদের একজন তুরস্কের সৌদ দূতাবাসে নিহত সাংবাদিক জামাল খাশগজির ঘনিষ্ঠ বন্ধু৷ ক্যানাডায় বসবাসরত এই ভিন্নমতাবলম্বী এবং ম্যাক্সিকোর কয়েকজন অ্যাক্টিভিস্ট এনএসও’র বিরুদ্ধে ইসরায়েলের আদালতে মামলার উদ্যোগ নিয়েছে, যাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এনএসও’র রপ্তানি লাইসেন্স স্থগিত হয়৷ আইনি এই লড়াইয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যোগ দেবে বলে জানিয়েছে৷

ফিন্যান্সিয়াল টাইমস অবশ্য লিখেছে, স্পাইওয়্যার সফটওয়্যারগুলো তৈরি করলেও সেগুলো এনএসও নিজে ব্যবহার করে না৷ ইসরায়েলি প্রতিষ্ঠানটির কাছ থেকে নিয়ে বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা সেগুলো ব্যবহার করে৷ সূত্র- ডয়চে ভেলে।

লাস্টনিউজবিডি/মারুফ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar