ad720-90

হং কংয়ে টেসলা গাড়িতে আগুন


বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার শহরের স্যান পো কংতে গাড়িটি পার্ক করার ৩০ মিনিটের মাথায় এতে আগুন লাগে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এই অগ্নিকাণ্ড। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দল।

টেসলার এই গাড়িটি ছিল মডেল এস-এর ৮৫ কিলোওয়াট আওয়ার ডুয়াল মোটর সংস্করণ। অগ্নি সংযোগের কারণ নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখা দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে টেসলার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

হং কংয়ের ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আগুন লাগার কোনো কারণ বলা হয়নি। তারা বিষয়টি তদন্ত করছে বলে জানানো হয়।

সম্প্রতি চীনের শাংহাইয়ে একটি টেসলা গাড়িতে বিস্ফোরণের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে। তিন সপ্তাহ আগেই টেসলার পক্ষ থেকে বলা হয় বিষয়টি তদন্ত করতে একটি দল পাঠানো হয়েছে।

টেসলার দাবি তাদের বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগার সম্ভাবনা জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির চেয়ে প্রায় ১০ গুণ কম।

২০১৩ সাল থেকে টেসলা গাড়িতে আগুন লাগার অন্তত ১৪টি ঘটনা দেখা গেছে। এর মধ্যে বেশিরভাগ গাড়িতেই কোনো না কোনো দুর্ঘটনার পর আগুন লেগেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar