ad720-90

জাপানে ফুরাচ্ছে ফোন নাম্বার!


জাপান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই দেশটির মূল তিন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সাল শেষ হওয়ার আগেই নতুন নাম্বার আনা হতে পারে।

নতুন এক হাজার কোটি নাম্বার শুরু হবে ‘০২০’ দিয়ে, বর্তমানে এটি ইন্টারনেট অফ থিংস শ্রেণিভূক্ত ডিভাইসের জন্য ব্যবহার করে জাপান।

২০১৭ সালের শেষ দিকে ০২০ সিরিজ চালুর পর ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এই সিরিজের আট কোটি নাম্বারের মধ্যে ইতোমধ্যে ৩.২৬ কোটি নাম্বার নিবন্ধিত হয়েছে।

ফোন নাম্বার ফুরিয়ে যাওয়ার ঘটনা শুধু জাপানেই নয়। ২০১৪ সালে এই সমস্যায় কলারদেরকে নির্দিষ্ট অঞ্চলের পাঁচ ডিজিটের এরিয়া কোড যোগ করে কল করতে বলা হয় যুক্তরাজ্যে। স্থানীয় নাম্বার হওয়া সত্ত্বেও এই নাম্বারগুলো ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা আরও বাড়ে। এবার পুরোপুরি আইপি-ভিত্তিক টেলিফোন নেটওয়ার্কের দিকে এগোচ্ছে দেশটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar