ad720-90

নিলামে ম্যালওয়্যার ভরা ল্যাপটপ


ওয়ানানাক্রাই
এবং আইলাভইউ-এর মতো ম্যালওয়্যার রয়েছে এই ল্যাপটপে। খবর প্রকাশের সময় পর্যন্ত নিলামে
এই ল্যাপটপটির দাম উঠেছে ১১ লাখ মার্কিন ডলার– খবর বিবিসি’র।

নিলামে
বলা হয়েছে বিজয়ী ব্যক্তিকে স্যামসাং ল্যাপটপটি হস্তান্তরের সময় এটির ইন্টারনেট সংযোগ
বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

১১
বছর পুরানো এই ল্যাপটিকে ‘এয়ার-গ্যাপ’ করে রাখা হয়েছে। অন্যান্য নেটওয়ার্ক থেকে আলাদা
রাখতে এই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

মার্কিন
যুক্তরাষ্ট্রে কারও ক্ষতির উদ্দেশ্যে ম্যালওয়্যার বিক্রি করা অবৈধ। নিলামে নীতিমালায়
বলা হয়েছে, ল্যাপটপটি অবশ্যই “শৈল্পিক বস্তু বা অ্যাকাডেমিক কারণে” কিনতে হবে।

শিল্পী
গুয়ো ও ডং এবং নিউ ইয়র্কের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিপ ইন্সটিংক্ট-এর যৌথ উদ্যোগে
এই নিলামের আয়োজন করা হয়েছে।

গুয়ো
বলেন, “এই প্রকল্পকে আমরা ঐতিহাসিক হুমকিগুলোর একটি নথি হিসেবে দেখছি। এই দানবটাকে
জীবন্ত পরিবেশে দেখাটা দারুন ব্যাপার।”

ল্যাপটপটিতে যে ছয়টি ম্যালওয়্যার রয়েছে:

  • ওয়ানাক্রাই– ২০১৭ সালে
    এনএইচএস সার্ভারে হামলা করা হয় এই ম্যালওয়্যার দিয়ে।
  • আইলাভইউ– ২০০০ সালে
    উন্মুক্ত করা এই ম্যালওয়্যারটি দুই সপ্তাহে পাঁচ কোটি কম্পিউটারে আক্রমণ করেছিল, এর
    মধ্যে সিআইএ, পেন্টাগন এবং যুক্তরাজ্যের পার্লামেন্টও ছিল।
  • মাইডুম– এরর বার্তার
    মতো একটি উইন্ডোজ ইমেইল যা ২০০৪ সালে দ্রুত ছড়িয়ে পড়েছিল।
  • সোবিগ– ২০০৩ সালে
    যখন এই ভাইরাসটি নজরে আসে তখন এক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিবিসি নিউজকে জানায়
    প্রতি ১৭টি ইমেইলের মধ্যে একটিতে এই ভাইরাস রয়েছে।
  • ডার্কটাকিলা– আর্থিক তথ্য
    এবং লগইন ডেটা হাতিয়ে নেওয়ার কিলগার।
  • ব্ল্যাকএনার্জি– ২০১৬ সালে ইউক্রেনের পাওয়ার গ্রিডে
    হামলা চালাতে ব্যবহার করা হয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar