ad720-90

শীঘ্রই স্টেডিয়া নিয়ে বিস্তারিত জানাবে গুগল


গুগলের স্টেডিয়া
দলের পক্ষ থেকে এক টুইট পোস্টে বলা হয়, খরচ, গেইম এবং উন্মোচনের তারিখ নিয়ে বিস্তারিত
তথ্য জানানো হবে এই গ্রীষ্মে– খবর প্রযুক্তি সাইট সিনেটের।

চলতি বছরের
মার্চ মাসে গেইম ডেভেলপারস কনফারেন্সে এই ক্লাউড গেইমিং সেবা উন্মোচন করে গুগল। নতুন
এই স্ট্রিমিং গেইম সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের ক্লাউড প্রযুক্তি এবং বৈশ্বিক ডেটা সেন্টার
নেটওয়ার্কের পরিধি বাড়ানোর প্রয়াশ করছে তারা।

এই স্ট্রিমিং
প্রযুক্তির মাধ্যমে ডিভাইসে কনটেন্ট ডাউনলোডের জন্য অপেক্ষা না করেই ইন্টারনেট ব্রাউজার
বা ইউটিউবে গেইম খেলতে পারবেন গ্রাহক। এতে ইউটিউবে ভিডিও দেখার মতোই সহজে গেইম খেলা
যাবে বলে ধারণা করা হচ্ছে।

এই স্ট্রিমিং
প্রযুক্তির কারণে গেইম নির্মাতাদেরকে গুগলের ক্লাউড কম্পিউটিং এবং ডেটা স্টোরেজ সেবার
আওতায় আনার আরেকটি পথ পাবে প্রতিষ্ঠানটি। এটি আয়ের নতুন পথ খুলে দেবে গুগলের জন্য যা
গেইম বিক্রির চেয়েও বেশি অর্থ সমাগম ঘটাবে।

এনভিডিয়া, সনি
এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোও গেইম স্ট্রিমিংয়ের মাধ্যমে সেবা খাতের আয় বাড়ানোর
চেষ্টা করছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar