ad720-90

চামড়া ও স্বর্ণের ল্যাপটপ আনলো আসুস


নতুন লোগোটি দেখতে অনেকটাই স্টার ট্রেক-এর স্টারফ্লিট ইনসিগনিয়ার মতো। বিশেষ সংস্করণের এই ল্যাপটপের পুরোটাই চামড়া দিয়ে মোড়ানো হয়নি বা হাইব্রিড নকশা করা হয়নি। ফলে সাধারণ ল্যাপটপের মতোই ব্যবহার করা যাবে এটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

আসুস চেয়ারম্যান জনি শি বলেন, “প্রতিটি ‘জেনুইন লেদারের’ টুকরা হাতে’ বাছাই করা। প্রতিটি প্যানেল কাভার একজন মাস্টার টেইলরকে দিয়ে সেলাই করা।”

বিশেষ সংস্করণের এই ল্যাপটপের সঙ্গে কিছু বাড়তি যন্ত্রাংশও দিচ্ছে আসুস। এর মধ্যে রয়েছে পার্ল হোয়াইট মাউস এবং লেদার স্লিভ।

১৩ ইঞ্চি পর্দার জেনবুক এডিশন ৩০-এর ভেতরে দেওয়া হয়েছে অষ্টম প্রজন্মের কোর আই৭ প্রসেসর। এর সঙ্গে রয়েছে এনভিডিয়া জিফোর্স এমএক্স২৫০ গ্রাফিক্স কার্ড এবং ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ও পিসিআইই স্টোরেজ।

নতুন এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে স্ক্রিনপ্যাড, যা ট্র্যাকপ্যাডের মধ্যেই আরেকটি পর্দা দেখাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar