ad720-90

যুক্তরাষ্ট্রে র‍্যানসমওয়্যার হামলা, বন্ধ ইন্টারনেট


ভারতীয় সংবাদমাধ্যম
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’র (এনএসএ) তৈরি ‘ইটার্নালব্লু’
নামের টুল দিয়ে এই হামলা চালানো হয়েছে। ২০১৭ সালের মে মাসে ‘ওয়ানাক্রাই’ সাইবার হামলাতেও
এই টুল ব্যবহার করা হয়েছিল।

সাইবার নিরাপত্তা
বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডোজ এক্সপি এবং ভিসতা’র কিছু সংস্করণের দুর্বলতাকে কাজে লাগিয়ে
ইটার্নালব্লু ব্যবহার করেছে হ্যাকার দল। এর মাধ্যমে বাইরে থেকে তৃতীয় পক্ষের কেউ ক্ষতিগ্রস্থ
ব্যবস্থায় কমান্ড দিতে পেরেছেন।

বাল্টিমোর সান-এর
এক প্রতিবেদনে বলা হয়, বাল্টিমোরের কম্পিউটারে একটি নোট দেওয়া হয়েছে যাতে র‍্যানসমওয়্যারকে
রবিনহুড হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ব্যবস্থার জন্য তিন বিটকয়েন বা বর্তমান
বাজারমূল্যে ১৭৬০০ মার্কিন ডলার চাওয়া হয়েছে। আর শহরের পুরো ব্যবস্থার জন্য চাওয়া হয়েছে
১৩ বিটকয়েন বা ৭৬২৮০ মার্কিন ডলার।

হ্যাকারদের নোটে আরও বলা হয়, “আমরা বেশি কথা বলবো
না, আমরা শুধু অর্থের কথা জানি! দ্রুত কাজ করুন!”

৭ মে থেকেই
সাইবার হামলার শিকার হচ্ছেন বাল্টিমোরের বাসিন্দারা। তাদের সব ব্যবস্থা বন্ধ হয়ে গেছে,
বিল পেমেন্ট এবং দৈন্দিন লেনদেন ব্যহত হচ্ছে।

শহরের কর্মকর্তারা
বলছেন, তারা হ্যাকারদের কোনো অর্থ দেবে না। আইটি বিভাগ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar