ad720-90

এবার ছবি থেকে স্প্রেডশিট ইমপোর্ট হবে এক্সেল-এ


চলতি বছরের মার্চ মাসে প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইসে এই ফিচারটি যোগ করা হয়। এর মাধ্যমে এক্সেল ব্যবহারকারী প্রিন্টেড ডেটা টেবলের ছবি তুলে এটি এডিটএবল টেবলে কনভার্ট করে নিতে পারেন।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, গ্রাহক আইফোনের এক্সেল-এ ডেটা ইমপোর্ট করতে পারবেন এবং উইন্ডোজ বা ম্যাক এক্সেল দিয়ে নিজের ডেস্কে বসে সেগুলো এডিট করতে পারবেন।

কাগজে ছাপা ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করতে ‘অপটিকাল ক্যারেকটার রিকগনিশন’ (ওসিআর) এবং মেশিন লার্নিং মডেল ব্যবহার করেছে মাইক্রোসফট।

ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে আর্থিক স্প্রেডশিট, কাজের সূচি, কাজের তালিকা, সময়সূচি অন্যান্য টেবল শনাক্ত করা হবে।

ইতোমধ্যেই ২১টি দেশে অ্যাপ স্টোরে আইফোন গ্রাহকদের জন্য নতুন আপডেট উন্মুক্ত করেছে মাইক্রোসফট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar