ad720-90

৫,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে আসছে Samsung Galaxy M40


জানুয়ারি মাসে মধ্যবিত্তর পকেট-সই দামে Samsung লঞ্চ করে তাদের ‘M’ সিরিজের নতুন দু’টি স্মার্টফোন, Galaxy M10 আর Galaxy M20। পরে বাজারে আসে Galaxy M30। আর এ বার বাজারে লঞ্চ করতে চলেছে Samsung-এর ‘M’ সিরিজের আর একটি স্মার্টফোন Galaxy M40। ৫,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি আর ট্রিপল রিয়ার ক্যামেরাসহ একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে এই স্মার্টফোনে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Galaxy M40-র স্পেসিফিকেশন :

১) ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ও (O) ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশেরও বেশি।

২) ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Galaxy M40।

৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৬৭৫ চিপসেট।

৪) জানা গিয়েছে, Galaxy M40 স্মার্টফোনে থাকছে ১৬ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ৮ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড সেন্সর) + ৫ মেগাপিক্সেলের (ডেপথ সেন্সর) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পিছন দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৫) এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর শক্তিশালী নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। জানা গিয়েছে, এই ফোনের ব্যাটারি ব্যাকআপের উপর বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছে Samsung। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

৬) জানা গিয়েছে, Galaxy M40-এর দাম ২৫,০০০ টাকা হতে পারে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar