ad720-90

শাওমি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ


লাস্ট নিউজবিডি,০৬ জুন: চীনা অ্যাপলখ্যাত ব্র্যান্ড শাওমির জনপ্রিয়তার পিছনে অন্যতম নিয়ামক তাদের নিজস্ব ‘এমআইইউআই’ ওএস।এটি অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি কাস্টমস অপারেটিং সিস্টেম, যাতে শাওমির পক্ষ থেকে নিত্যনতুন ও চমকপ্রদ কিছু ফিচার যোগ করা থাকে।

শাওমি তাদের এই অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করে। বর্তমানে তাদের এমআইইউআই ১০ সংস্করণ চলছে এবং এর পাশাপাশি পরবর্তী সংস্করণের বেটা নিয়েও কাজ করছে। তবে সম্প্রতি শাওমির পক্ষ থেকে কিছু মডেলের জন্য ভবিষ্যৎ আপডেট বন্ধের ঘোষণা এসেছে।

ঘোষণা মোতাবেক এমআইইউআইয়ের পরবর্তী ১১ সংস্করণ থেকে বঞ্চিত হবে এই মডেল গুলো।আপডেট বন্ধ হতে যাওয়া মডেলগুলো হচ্ছে, শাওমি রেডমি নোট ৩, রেডমি নোট ৪, রেডমি ৩এস ও ৩এক্স, রেডমি ৬ ও ৬ এ, রেডমি প্রো, রেডমি ৪ ও ৪ এ।তবে আপাতত এই মডেলগুলোর জন্য নিয়মিতভাবে সিকিউরিটি আপডেট চালিয়ে নেয়ার ঘোষণা এসেছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। শাওমি তাদের অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ থেকে বিরক্তিকর বিজ্ঞাপন।

প্রদর্শন কমানোর ঘোষণা দিয়েছিল। কিন্তু এর সুফল হতে এসব মডেলের ব্যবহারকারীরা বঞ্চিত হতে চলেছেন।আরও পড়ুনঃ শাওমি ফোনে অযাচিত বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে
লাস্টনিউজবিডি/এসএস

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar