ad720-90

যুক্তরাজ্যে এবার ৫জি আনছে থ্রি


২০১৯ সালে ইতোমধ্যেই
দেশটিতে ৫জি নেটওয়ার্ক চালু করেছে ইই। দেশটিতে অপর মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান
ভোডাফোনও রয়েছে শেষ ধাপে। এবার এই তালিকায় নাম উঠছে থ্রি’র।

ব্রিটিশ মূল
শহরগুলোর নেটওয়ার্ক উন্নত করা এবং নোকিয়ার ক্লাউড কোর বসানোসহ ৫জি নেটওয়ার্ক বানাতে
থ্রি বিনিয়োগ করেছে ২৫৫ কোটি মার্কিন ডলার।

থ্রি’র প্রধান
নির্বাহী ডেভ ডায়সন এক বিবৃতিতে বলেন, “এটা পরিষ্কার যে, ভোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো
আরও বেশি বেশি ডেটা চায়। সবচেয়ে ভালো এন্ড-টু-এন্ড ৫জি অভিজ্ঞতা আনতে দীর্ঘ দিন ধরে
আমরা কঠোর পরিশ্রম করছি। ৫জি আমাদের জন্য হবে ছক পাল্টে দেওয়ার হাতিয়ার।”

চলতি বছরের
মে মাসে যুক্তরাজ্যের ছয়টি শহরে ৫জি সেবা চালু করেছে ইই। ৩ জুলাই ৫জি চালু করবে ভোডাফোন।
যুক্তরাষ্ট্রের পর নিজস্ব ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে’র প্রযুক্তি বাদ দিয়েছে দুই প্রতিষ্ঠানই।

২০২০ সালে বিশ্বজুড়ে
বাণিজ্যিকভাবে ৫জি’র যাত্রা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar