ad720-90

এবার বিভ্রাট ইনস্টাগ্রামে


বিভিন্ন প্ল্যাটফর্মের বর্তমান অবস্থা পর্যবেক্ষক সাইট ডাউনডিটেক্টরের দেওয়া তথ্যানুসারে যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকাল ৪টা ৯মিনিট থেকে এই সমস্যা শুরু হয়। এখন পর্যন্ত এবিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইনস্টাগ্রাম– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

প্রতিবেদনে আরও বলা হয়, প্ল্যাটফর্মটির বিভ্রাট নিয়ে যেসব গ্রাহক অভিযোগ করেছেন তাদের ৮৪ শতাংশ নিউজ ফিডে সমস্যার কথা বলেছেন। এছাড়া ১০ শতাংশ লগ-ইন এবং পাঁচ শতাংশ পুরো সাইট নিয়েই অভিযোগ করেছেন।

বিভ্রাটের বিষয়টি নিয়ে বিরক্ত অনেক গ্রাহক টুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনই এক গ্রাহক বলেন, “সবাই ইনস্টা থেকে টুইটারে এটা জানতে আসছে যে সত্যি মাসে ১০ বারের মতো সেবাটিতে বিভ্রাট হয়েছে কিনা।”

আরেকজন গ্রাহক বলেন, “চার দিন আগেই ইনস্টাগ্রামে বিভ্রাট ছিলো এবং এখন আবার বিভ্রাট।”

কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে বিভ্রাটের এটিই প্রথম ঘটনা নয়। পাঁচ দিন আগেই ইউরোপজুড়ে এতে বিভ্রাট দেখা গেছে, যেখানে প্রায় আট হাজার গ্রাহক অভিযোগ করেছেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar