ad720-90

সেলফি ক্যামেরা থাকবে ডিসপ্লের ভেতরে


ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা প্রযুক্তিচীনা স্মার্টফোন নির্মাতা অপো নিজেদের সেলফি বিশেষজ্ঞ বলে দাবি করে থাকে। এবার সেই সেলফি প্রযুক্তিকে অন্য স্তরে নিয়ে যাচ্ছে তারা। স্মার্টফোনের ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। শিগগিরই চীনে আনুষ্ঠানিকভাবে নতুন এ প্রযুক্তির ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। নতুন ক্যামেরা প্রযুক্তির ঘোষণা দিতে ‘এমডব্লিউসি সাংহাই’ নামের একটি আয়োজন উপলক্ষে অপো এ ঘোষণা দেবে। চীনে ২৬ জুন থেকে শুরু হচ্ছে তিন দিনের এ আয়োজন।

চীনের স্প্যারোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্যামেরা প্রযুক্তি সম্পর্কে জানাতে আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে অপো। ওই আমন্ত্রণপত্রে লেখা ‘ইভেন মোর সারফেস’। এর আগে অপোর ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন একটি ভিডিও পোস্টের মাধ্যমে নচবিহীন স্মার্টফোন প্রদর্শন করেন, যাতে সামনের ক্যামেরা ডিসপ্লের নিচে লুকানো ছিল। ওই সময় এ স্মার্টফোন কবে নাগাদ উন্মুক্ত হবে, তা প্রকাশ করা হয়নি।

এর আগে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা শাওমি ও অনার একই রকম ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করার কথা জানিয়েছিল।

শাওমির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ওয়াং শিয়াং বলেছেন, তাঁরা কাস্টম ডিসপ্লে ফিচার নিয়ে কাজ করছেন। এতে ডিসপ্লেতে ছোট স্বচ্ছ জায়গা থাকে, যা বিশেষ কম প্রতিফলনের কাচ দিয়ে তৈরি। সেলফি ক্যামেরা চালু হলে ক্যামেরার ওই ডিসপ্লে এলাকা দ্রুত স্বচ্ছ হয়ে যায় এবং সেখান দিয়ে আলো প্রবেশ করতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা চলে গেলে ফুল স্ক্রিন ডিসপ্লের সমস্যার সমাধান হয়ে যাবে। ক্যামেরার জন্য আলাদা জায়গা রাখা লাগবে না। ক্যামেরা চালু না থাকলে ডিসপ্লে স্বাভাবিক থাকবে এবং ডিসপ্লেতে সম্পূর্ণ কনটেন্ট দেখা যাবে। ডিসপ্লে ক্যামেরা লেন্সে আরও বেশি আলো পেতে সাহায্য করবে। ফলে সেলফি আরও পরিষ্কার হবে।

ডিসপ্লের নিচে এ ক্যামেরা প্রযুক্তি কীভাবে কাজ করবে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানায়নি অপো। এমডব্লিউসি সাংহাইয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar