ad720-90

অ্যাপল ওয়াচ ব্যান্ডে আসতে পারে ক্যামেরা


পেটেন্টে দেখা
গেছে নমনীয় ওয়াচ ব্যান্ডের শেষ মাথায় একটি ‘অপটিকাল সেন্সর’ লাগানো। ফলে গ্রাহক তার
প্রয়োজন মতো হাত ঘুরিয়ে ছবি তুলতে পারবেন– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

পেটেন্ট আবেদনের
একটি ছবিতে দেখানো হয়েছে কীভাবে ব্যান্ডের দুই পাশের ছবিই তুলতে পারবেন গ্রাহক। এক্ষেত্রে
একটি ব্যান্ডে দুইটি ক্যামেরা সেন্সর দেখা গেছে।

গ্রাহক ব্যান্ডে
চিমটি কেটে বা ভয়েস কমান্ড দিয়ে ছবি তুলতে পারবেন এই ক্যামেরায়। যখন এটি ব্যবহার করা
হবে না তখন ব্যান্ডের মধ্যে লুকানো থাকবে ক্যামেরা।

অ্যাপল ওয়াচে
ক্যামেরা বসানোর বিষয় নিয়ে আগেও গুজব শোনা গেছে। এবার এই পেটেন্ট থেকে ধারণা আরও স্পষ্ট
হচ্ছে। তবে পরবর্তী অ্যাপল ওয়াচে এই ফিচার দেখা যাবে কিনা তা অবশ্য এখনও নিশ্চিত করে
বলা যাচ্ছে না।

২০১৬ সালের
সেপ্টেম্বরে এই পেটেন্টের জন্য আবেদন করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
এরপর নতুন কয়েকটি অ্যাপল ওয়াচ উন্মোচন করেছে অ্যাপল। কিন্তু কোনো অ্যাপল ওয়াচেই ক্যামেরা
দেখা যায়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar