ad720-90

ওয়াই-ফাই বা সেলুলার সংযোগ ছাড়াই কল, চ্যাটিং অপোতে


অপোর দাবি এন্ড-টু-এন্ড এই প্রযুক্তিতে তিন কিলোমিটার দূরত্ব পর্যন্ত যোগাযোগ করা যাবে। ভীড় বেশি এমন জায়গায় পরিধি আরও বাড়তে পারে মেশটকের– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এই প্রযুক্তিতে বিস্তৃত জায়গা জুড়ে অ্যাড হক লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করবে অপো ডিভাইস এবং বেইস স্টেশন ছাড়াই একটি ডিভাইস অপর ডিভাইসের সঙ্গে যোগাযোগ করবে।

স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি জানায়, এই প্রযুক্তিতে ডিভাইসের ব্যাটারি লাইফে খুব বেশি প্রভাব পড়ে না।

ইন্টারনেট সংযোগ নেই বা সেলুলার নেটওয়ার্ক দুর্বল এমন জায়গাগুলোতে বেশ কার্যকর হতে পারে মেশটক, যেমন কনসার্ট বা এয়ারপোর্টে ল্যান্ড করেছেন এমন জায়গাগুলোতে।

বর্তমান অপো ফোনগুলোতেই এই প্রযুক্তি কাজ করবে কিনা বা কবে নাগাদ এটি উন্মোচন করা হবে তা স্পষ্টভাবে জানায়নি অপো। চলতি সপ্তাহেই চীনের শাংহাইতে অনুষ্ঠিত এমডাব্লিউসি-তে প্রযুক্তিটি দেখানো হয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar