ad720-90

জাপান ডিসপ্লে-তে ১০ কোটি ডলার বিনিয়োগ অ্যাপলের


জাপান ডিসপ্লে’র সবচেয়ে বড় গ্রাহক অ্যাপল। সম্প্রতি আইফোনে এলসিডি পর্দার বদলে ওলেড পর্দার ব্যবহার শুরু করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের আইফোনগুলোর মধ্যে একমাত্র এলসিডি মডেল হলো আইফোন Xআর। এই ডিভাইসটির বিক্রি আশানুরূপ না হওয়ায় তহবিল নিয়ে বাধার মুখে পড়েছে জাপান ডিসপ্লে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপান ডিসপ্লের আয়ের ৬০ শতাংশ আসে অ্যাপল থেকে।

বিনিয়োগের ব্যাপারে জাপান ডিসপ্লে বা অ্যাপল কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি মন্তব্য করতে রাজি হননি।

চীনা-তাইওয়ানিজ জোটের সঙ্গে চুক্তি করেছে জাপান ডিসপ্লে। কিন্তু প্রতিষ্ঠানের উন্নয়ন যাচাইয়ের কারণে ৭৪ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ আটকে রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় নির্ধারণ করেছে জোটের সদস্য হারভেস্ট গ্রুপ এবং ওয়েসিস ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। চলতি মাসের শুরুতেই এই প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তাইওয়ানিজ পর্দা নির্মাতা প্রতিষ্ঠান টিপিকে হোল্ডিং এবং আর্থিক প্রতিষ্ঠান সিজিএল গ্রুপ।

২০১২ সালে হিটাচি লিমিটেড, তোশিবা কর্পোরেশন এবং সনি কর্পোরেশনের এলসিডি ব্যবসা একত্রিত করে গঠন করা হয় জাপান ডিসপ্লে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar