ad720-90

স্মার্টফোনের বিজ্ঞাপন নিয়ে মামলায় স্যামসাং


এসিসিসি-এর
মামলায় বলা হয়, ২০১৬ সাল থেকে সুইমিং পুল এবং সাগরের মতো অনুপযুক্ত পরিবেশে ফোনের পানি
নিরোধী ফিচার দেখিয়ে আসছে স্যামসাং। এ ধরনের উপস্থাপনার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে
সংস্থাটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এক বিবৃতিতে
এসিসিসি চেয়ারম্যান রড সিমস বলেন, “এসিসিসি দাবি করছে স্যামসাং বিজ্ঞাপনে মিথ্যা এবং
ভুলভাবে গ্যালাক্সি ফোনকে উপস্থাপন করেছে। ডিভাইসগুলো সাগরের পানি এবং সুইমিং পুলের
মতো সব ধরনের পানিতে ব্যবহার করা যাবে আর এতে ফোনের দীর্ঘস্থায়ীতায় এর কোনো প্রভাব
পড়বে না এমনটা বোঝানো হয়েছে। কিন্তু বিষয়টা আসলে তেমন নয়।

৩০০ এর বেশি
বিজ্ঞাপন পর্যবেক্ষণ করে স্যামসাংয়ের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ
করা হয়।”

অনেক গ্যালাক্সি
ফোনের বিজ্ঞাপনে দেখানো হয়েছে ডিভাইসে আইপি৬৮ রেটিংয়ের পানি নিরোধী ফিচার রয়েছে। এর
মানে ডিভাইসটি পানির নিচে দেড় মিটার গভীরতা পর্যন্ত ৩০ মিনিট সচল থাকবে। কিন্তু এসিসিসি’র
দাবি এতে সব ধরনের পানির কথা বলা হয়নি। আর স্যামসাং গ্যালাক্সি ১০ সমুদ্র পাড়ে ব্যবহার
করতে নিষেধ করা হয়েছে।

সিমস বলেন,
“গ্রাহকদের আকৃষ্ট করতে স্যামসাং এমন সব পরিস্থিতিতে গ্যালাক্সি ফোনের ব্যবহার দেখিয়েছে,
যেখানে আসলে ডিভাইসটি ব্যবহার করা উচিত নয়।”

স্যামসাংয়ের
পক্ষ থেকে বলা হয়, তারা তাদের বিজ্ঞাপনের সঙ্গে থাকবে এবং মামলা মোকাবেলা করবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar