ad720-90

বেজোসের বিচ্ছেদ ৩৮ বিলিয়নে


চলতি বছরের এপ্রিল
মাসে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আদালত বিবাহ বিচ্ছেদের
অনুমতি দিলে ম্যাকেঞ্জি বেজোসের নামে চার শতাংশ বা এক কোটি ৯৭ লাখ শেয়ার নিবন্ধন করা
হবে– খবর রয়টার্সের।

জানুয়ারিতে এক যৌথ
টুইট বিবৃতিতে নিজেদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। এতে অনেকের মনে শঙ্কা
দেখা গেছে জেফ বেজোসের ভোটিং ক্ষমতা কমবে বা তিনি এবং ম্যাকেঞ্জি বড় পদগুলোতে বসবেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে
বলা হয়, প্রতিষ্ঠানের ১২ শতাংশ বা ১১৪৮০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার নিয়ে এখনও
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেজোস। ম্যাকেঞ্জি বেজোস বলেন, বেজোসকে তার শেয়ারের ভোটিং
ক্ষমতা দেবেন তিনি।

‘গিভিং প্লেজ’ নামের দাতব্য সংস্থায়
যোগ দিতে মে মাসে নিজের শেয়ারের অর্ধেক অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন ম্যাকেঞ্জি।
২০১০ সালে এই সংস্থাটি চালু করেন বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট এবং মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা
বিল গেটস।

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar