ad720-90

আদালতে যাবে গ্রামীণফোন


লাস্টনিউজবিডি,০৭ জুলাই: বিটিআরসির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনাকে অমিমাংসিত বিষয় উল্লেখ করে ব্যান্ডউইথ কমিয়ে দেয়ায় বিটিআরসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে গ্রামীণফোন।

রোববার হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে বিটিআরসির পদক্ষেপের প্রতিবাদ জানান গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি।

মাইকেল ফোলি বলেন, ‘এ নির্দেশনা বাংলাদেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে।বিটিআরসিকে এ নির্দেশনা তুলে নেওয়ার অনুরোধ করে তিনি সালিস আইন-২০০১ এর অধীনে অমিমাংসিত অডিট দাবির নিষ্পত্তি চান।

তিনি জানান, এর আগে অমিমাংসিত অডিট দাবির গঠনমূলক নিষ্পত্তির জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে বিটিআরসিকে একটি সালিশ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের বিষয়ে এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে বিটিআরসি।

সংবাদ সম্মেলনে আরেটরটির ডিরেক্টর ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত বলেন, বিটিআরসির নির্দেশনাটি এমনভাবে করা হয়েছে যার ফলে নেটওয়ার্কের অধীনে থাকা গ্রাহকদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় এবং সংশ্লিষ্ট আইআইজি অপারেটরদের উপর। কারণ নির্দেশনার ফলে রাজস্ব আয় কমার পাশাপাশি ব্যবসায়িক সুযোগ হারাবে প্রতিষ্ঠানগুলো। যদিও পুরো বিষয়টির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

লাস্টনিউজবিডি/আনিছ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar