ad720-90

হোম রোবট বানাচ্ছে অ্যামাজন


নতুন এই রোবটের সাংকেতিক নাম বলা হয়েছে “ভেস্তা”। বলা হচ্ছে মানুষের কোমড়ের সমান উঁচু হবে রোবটটি। কণ্ঠ দিয়ে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি বিল্ট-ইন ক্যামেরার সাহায্যে নিজে নিজেও চলাফেরা করতে পারবে রোবটটি– খবর সিএনবিসি’র।

চলতি বছর এপ্রিল মাসেও এক প্রতিবেদনে বলা হয়েছিল, হোম রোবট বানাতে আগ্রহী অ্যামাজন। গ্রাহক যেখানেই থাকুন না কেনো বাড়িতে অ্যামাজনের ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা অ্যালেক্সার মাধ্যমে একে কমান্ড দেওয়া যাবে।

এ বছরই রোবটটি উন্মোচনের পরিকল্পনা থাকলেও এটি এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি।

রোবোটিকস খাতে বিনিয়োগ বাড়িয়েই চলেছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। জুন মাসে গুদাম ঘরে ব্যবহারের জন্য পেগাসাস এবং শানথাস নামে দুইটি রোবট উন্মোচন করেছে তারা।

সাধারণত সেপ্টেম্বরে সিয়াটলের প্রধান কার্যালয়ে বড় পণ্যগুলো উন্মোচন করে থাকে অ্যামাজন। আগের বছর মাইক্রোওয়েভসহ অ্যালেক্সাচালিত ১৫টি নতুন পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

এ বছর উচ্চমানের একটি ইকো স্পিকার উন্মোচন করা হতে পারে বলেও জানিয়েছে ব্লুমবার্গ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar