ad720-90

ফেসবুক ঠেকাতে ফেসবুকের আদলে অ্যাপ


লাস্টনিউজবিডি,২৮ জুলাই: ভিয়েতনাম সরকারের আহ্বানে সাড়া দিয়ে ‘গ্যাপো’ নামে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের একটি অ্যাপ চালু করেছে স্থানীয় এক কোম্পানি।চলতি বছরের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ত্রিশ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে।

গ্যাপোর আগে ফেসবুকের মতো আরও দুটি সামাজিক মাধ্যম চালু হয়েছিল ভিয়েতনামে।তবে কোনোটিই সাড়া ফেলতে পারেনি।

দেশটির কমিউনিস্টশাসিত সরকার কড়াভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। ভিন্নমতাবলম্বীদেরও সহ্য করে না সরকার।

গত মে মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী’ মন্তব্য করার অভিযোগে আটক ১২৮ জনের মধ্যে দশ শতাংশকে কারাগারে পাঠিয়েছে ভিয়েতনাম।

ফেসবুক, গুগলের মতো কোম্পানির উপর চাপ সৃষ্টি করতে জানুয়ারি মাসে ভিয়েতনামে একটি সাইবার নিরাপত্তা আইন পাস করা হয়। ফলে কোম্পানিগুলোকে ভিয়েতনামে কার্যালয় স্থাপন করতে হবে। এমনকি ডাটা সেখানেই জমা করতে হবে।

এছাড়া ইউটিউবে ‘রাষ্ট্রবিরোধী’ প্রচারণামূলক ভিডিওতে বিজ্ঞাপন না দেয়ার জন্য গত মাসে কোম্পানিগুলোকে নির্দেশ দেয় সরকার।

২০১৮ সালের সেপ্টেম্বরে ভিয়েতনামের তথ্যমন্ত্রী এনগুয়েন মান হুং বিদেশি সামাজিক মাধ্যমের বিকল্প চালু করতে বেসরকারি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় প্রযুক্তি কোম্পানি জি-গ্রুপ ‘গ্যাপো’ অ্যাপে ১৮২ কোটি টাকা বিনিয়োগ করেছে। কোম্পানির প্রধান নির্বাহী হা ত্রুং কিয়েন চলতি বছরের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ত্রিশ লাখ হতে পারে বলে আশা করছেন। ২০২১ সালের মধ্যে সংখ্যাটি দুই কোটিতে নেয়ার লক্ষ্য তাঁর। সূত্র- ডয়চে ভেলে।

লাস্টনিউজবিডি/মারুফ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar