ad720-90

হাতে যদি থাকে স্মার্টফোন


স্মার্টফোনকেন্দ্রিক উদ্যোগ, ব্যবসা ও সেবার অসংখ্য উদাহরণ আছে চারপাশে। মডেল: সজীবএ বছরের ফেব্রুয়ারিতে নুসরাত নামের এক তরুণীর সঙ্গে কথা হয়েছিল। ‘ওবোন’ নামের রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের চালক নুসরাতের বাড়ি কিশোরগঞ্জে। পরিবারের আর্থিক টানাপোড়েন তাঁকে বাধ্য করেছিল বাড়ি ছাড়তে। কিশোরগঞ্জের কটিয়াদীর ভিটিপাড়া গ্রাম থেকে নুসরাত যখন ঢাকায় আসেন, তখন হাতে ছিল একটি স্মার্টফোন। সম্বল বলতে এতটুকুই। আর হ্যাঁ, সাহস তো ছিলই। সাহস আর স্মার্টফোন পুঁজি করে নুসরাত এখন ঢাকা শহর চষে বেড়াচ্ছেন। দাঁড়িয়েছেন নিজের পায়ে। পরিবারের সদস্যরাও তাঁর ওপর নির্ভর করছেন গর্বের সঙ্গে। নুসরাত বলছিলেন, ‘স্মার্টফোন আমাকে পথ দেখিয়েছে।’

নুসরাতের মতো অনেকেই স্মার্টফোনকেন্দ্রিক জীবিকার পথ খুঁজে নিচ্ছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব অনুযায়ী, দেশে এ বছরের জুন মাস পর্যন্ত মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ১৭ লাখ। আর মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছে ৯ কোটির বেশি মানুষ।

মুঠোফোন সংযোগদাতাদের বৈশ্বিক সংগঠন হলো জিএসএমএ। ২০১৭ সালে বাংলাদেশের অর্থনীতিতে মুঠোফোনশিল্পের অবদান নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে তারা। তাতে জানা যায়, এ বছর বাংলাদেশের অর্থনীতিতে মুঠোফোনকেন্দ্রিক আয় থেকে যোগ হবে ৯৫০ কোটি ডলার। মুঠোফোনকেন্দ্রিক আয় বলতে কনটেন্ট, অ্যাপ ও সেবার কথা বুঝিয়েছে জিএসএমএ। আগে বলা হতো, ঢাকায় টাকা ওড়ে, শুধু ধরতে জানতে হয়। এখন বোধ হয় বলতে হবে, স্মার্টফোনে টাকা ওড়ে, শুধু ধরতে জানতে হয়।

কী করিলে কী হইবে

তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত বিশ্লেষক টি আই এম নূরুল কবীরের কাছে প্রশ্ন করেছিলাম, ‘স্মার্টফোন দিয়ে কী করলে জীবন বদলে যাবে?’ উত্তরের শুরুতে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের সাবেক এই মহাসচিব বললেন, ‘শুধু স্মার্টফোন দিয়ে জীবনে পরিবর্তন আনা সম্ভব নয়। এর সঙ্গে দরকার নিরবচ্ছিন্ন ইন্টারনেট।’

এর ফাঁকে স্ট্যাটকাউন্টারের একটি জরিপের ফল জেনে যায় প্রাসঙ্গিক কারণে। বাংলাদেশে প্রায় ৭৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে স্মার্টফোনে। ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের মোট জনসংখ্যার ১৭ শতাংশ।

ফিরে যাই টি আই এম নূরুল কবীরের কাছে, ‘মুঠোফোন পুরো পৃথিবীর মানুষের জীবনধারায় পরিবর্তন এনেছে। শুধু যদি ফেসবুকের কথাই বলি, যোগাযোগের জন্য শুরু হয়েছিল, এখন কত কীই–না হচ্ছে! রাজনীতি, অর্থনীতি, সমাজ—সব জায়গায় এর প্রভাব পড়েছে মোটা দাগে। স্মার্টফোনের কারণে আমরা বহুমাত্রিক সেবাও পাচ্ছি। এখন রাস্তায় যানজট বলে তরুণেরা অ্যাপ দিয়ে খাবারের অর্ডার করছে। সবকিছু বদলে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লব শুরু হয়েছে। এর জন্য শুরু হয়েছে আইওটি, এআই, বিগ ডেটা এবং রোবটিকসের মতো বিষয়ের চর্চা। আমরা চাই বা না চাই, এসবের মধ্যে আমাদের ঢুকতে হবে। আর টিকে থাকতে হলে দরকার সৃজনশীলতা। আর দশজন যা করছে, তা করলে চলবে না। স্মার্টফোন ব্যবহার করে তেমন কিছুই করতে হবে, যা আর কেউ করছে না। তবেই জীবনে বদলের হাওয়া লাগবে।’

হাতের মুঠোয় সবকিছু

অভিনব কিছু করতে পারলে তো কথাই নেই, আবার স্মার্টফোনের স্মার্ট ব্যবহারও হয়ে উঠতে পারে জীবন বদলের মোক্ষম হাতিয়ার। উদাহরণ হিসেবে শুরুতেই নুসরাতের কথা জেনেছেন। ই–কমার্সের রমরমাও চোখ এড়াচ্ছে না কারও। বিশেষ করে ফেসবুকেই গড়ে উঠেছে মাছ থেকে শুরু করে হীরার অলংকারের বাজার। ই–কমার্স ঘিরে আবার তৈরি হয়েছে নানান ধরনের কাজের সুযোগ। যেমন একটি অলংকারের ই–কমার্স পেজ বা ওয়েবসাইটের জন্য দরকার ভালো উপস্থাপনা। এর জন্য দরকার ভালো মানের ছবি। সেই সূত্রে কাজের সুযোগ মিলছে আলোকচিত্রী ও ছবি সম্পাদনাকারীদের। আর এসবই করা সম্ভব একটি স্মার্টফোন দিয়ে। ছবি তোলা, সম্পাদনা, ওয়েবসাইট বা পেজে আপলোড করা—সব।

.এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের সঙ্গে। তিনি বলছিলেন, ‘কম্পিউটারে সবই করা যায়। কিন্তু স্মার্টফোন সবকিছু আরও সহজ করে তুলেছে। দেশে এখন ফেসবুককেন্দ্রিক উদ্যোক্তার সংখ্যা ৫০ হাজারের বেশি। কেউ এখন ওয়েবসাইট খুললে সেটি স্মার্টফোন উপযোগী করে তোলে। অ্যাপ তো তৈরি করেই। মোটকথা, স্মার্টফোনের বিকল্প নেই। যোগাযোগ থেকে শুরু করে ভিডিও, ছবি, যেকোনো ধরনের কনটেন্ট—সবকিছু হাতের মুঠোয়। কারণ এতে নিরাপত্তা ভালো। ভাইরাস বা তথ্য হারানোর ঝুঁকি কম। আর গ্রাহকের সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে প্রতিনিয়ত যুক্ত থাকার সুবিধা থাকায় স্মার্টফোনের মাধ্যমে ব্যবসা–বাণিজ্য চালানো তুলনামূলকভাবে সহজ। কোনো সন্দেহ নেই, ভবিষ্যতে সব ব্যবসা হবে স্মার্টফোনকেন্দ্রিক।’

কিছু পরামর্শ, কিছু চাওয়া

স্মার্টফোনকেন্দ্রিক উদ্যোগ হাতে নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখতে বললেন আবদুল ওয়াহেদ—

১. স্মার্টফোনের ব্যবহার জানতে হবে। স্মার্টফোনে কী সুবিধা আছে, তা না জানলে কাজ শুরু করা কঠিন।

২. মোবাইল অ্যাপ বা যেকোনো সেবা দেওয়ার আগে ব্যবহারকারীর কথা মাথায় রাখতে হবে। কম শিক্ষিত ব্যবহারকারীও যেন সহজে অ্যাপটি ব্যবহার করতে পারে। সেবাটি যেন হয় সহজ এবং গ্রহণযোগ্য।

৩. উদ্যোগ বা অ্যাপ দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে শুরু করা ভালো।

আর টি আই এম নূরুল কবীর অভিজ্ঞতা থেকে বললেন, ‘১৯৯৬ সালে দেশে কম্পিউটার কেনাবেচার ওপর সরকার কর মওকুফ করেছিল। সেটির সুফল আমরা পরে পেয়েছি। কিন্তু এখন স্মার্টফোনের ওপর কর বাড়ছে। ইন্টারনেটের দামও হাতের নাগালে আসছে না। কিন্তু এই সুবিধাগুলো দিলে দীর্ঘ মেয়াদে সুফল মিলবে। এখন কিছু রাজস্ব হারালেও ভবিষ্যতে এই খাত বড় অঙ্কের রাজস্ব আনবে।’





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar