ad720-90

ফোন ক্যামেরায় লেজার প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল


এবারে এই ক্যামেরা
ব্যবস্থায় ‘টিওএফ’ বা টাইম টু ফ্লাইট নামের নতুন একটি সেন্সর যোগ করা হচ্ছে, যা আইফোনকে
চারপাশের পরিবেশ নিয়ে আরও ভালো ধারণা দেবে, অগমেন্টেড রিয়ালিটি বা এআর এবং আরও ভালো
কম্পিউটার ভিশন অভিজ্ঞতা দেবে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি।

বলা হচ্ছে,
নতুন এই সেন্সরে ‘ভিসিএসইএল’ বা ভার্টিকাল-ক্যাভিটি সারফেইস-এমিটিং লেজার নামে একটি
যন্ত্রাংশ ব্যবহার করা হবে, যা বস্তুর ওপর একটি অদৃশ্য লেজার ফেলে বস্তুর দূরত্ব নিখুঁতভাবে
পরিমাপ করতে পারবে। বর্তমানে আইফোনের আনলকিং ব্যবস্থার জন্য ফেইস আইডি ক্যামেরায় টিওএফ
সেন্সর ব্যবহার করে থাকে অ্যাপল।

কুয়ো বলেন দুইটি
আইফোন মডেলে টিওএফ সেন্সর যোগ করা হবে। ২০২০ সালের অপেক্ষাকৃত কম দামী মডেলে এই সেন্সর
থাকবে না।

“আমাদের ধারণা
২০২০ সালে নতুন তিন আইফোনের সামনে ফেইস আইডি থাকবে এবং এর মধ্যে দুইটি নতুন মডেলের
পেছনে টিওএফ সেন্সর যোগ করা হবে,”  বলেন কুয়ো।

কুয়ো আরও বলেন,
“এই সেন্সর বিশেষভাবে ছবির মান ও এআর অভিজ্ঞতাকে উন্নত করবে।”

হুয়াওয়ের স্মার্টফোনেও
টিওএফ সেন্সর যোগ করা হবে বলে জানিয়েছেন কুয়ো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar