ad720-90

গ্রাহক কমছে উইন্ডোজ ৭-এর


এক মাসে উইন্ডোজ ৭-এর গ্রাহক সংখ্যা কমেছে ৩.৬ শতাংশ। সার্বিক পিসি বাজারে এখন উইন্ডোজ ৭-এর দখলে রয়েছে ৩১.৮ শতাংশ। পুরানো এই ওএস-এর গ্রাহক কমায় বেড়েছে উইন্ডোজ ১০ গ্রাহক– খবর আইএএনএস-এর।

উইন্ডোজ ১০-এর গ্রাহক বেড়েছে  ৩.১ শতাংশ। এর ফলে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেমটির গ্রাহক সংখ্যা এখন ৪৮.৯ শতাংশ।

জুন মাসে মাইক্রোসফটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ২০২০ সালের ১৪ জানুয়ারি উইন্ডোজ ৭-এ সমর্থন বন্ধ করবে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে গ্রাহককে নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার পরামর্শ দেওয়া হয়।

উইন্ডোজ ৭-এ সমর্থন বন্ধ হলে নিরাপত্তা ও প্রযুক্তিগত আপডেট পাবেন না গ্রাহক। ফলে এই অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ব্যবহারে ঝুঁকি বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৫ সালের জানুয়ারিতেই উইন্ডোজ ৭-এ মূলধারার সমর্থন বন্ধ করে মাইক্রোসফট। কিন্তু এযাবৎ নিরাপত্তা আপডেট দিয়ে আসছিলো তারা। সামনের বছরের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটিতে আপডেটের ইতি টানছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar