ad720-90

চাবি-বিহীন গাড়ি চুরি কিভাবে হয়


লাস্টনিউজবিডি, ১১ আগস্ট: গাড়ি চোরেরা, সাধারণত জোড়ায় জোড়ায় কাজ করে। তারা প্রথমে বাড়ির বাইরে দাঁড় করানো একটি গাড়িকে লক্ষ্যবস্তু বানায়।

একজন অপরাধী গাড়ীর কাছে এমন একটি ডিভাইস ধরে রাখে যা চাবির সিগন্যালকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

এসময় অপর চোর অন্য একটি ডিভাইস নিয়ে ঘরের কাছে দাঁড়িয়ে থাকে যা সেই সিগন্যালকে ঘরের ভেতরে থাকা চাবির সঙ্গে সংযুক্ত করে। এভাবে পুরো লক সিস্টেমটিকে বোকা বানানো হয়।

গাড়িগুলো একবার চুরি হয়ে গেলে সেগুলো সাধারণ ছিন্নভিন্ন করে ফেলা হয় বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: একবার চার্জে ১০০ মাইল পথ পাড়ি!

গাড়ি নির্মাতারা চাবি-বিহীন গাড়ির এ ধরণের চুরি রোধ করতে নতুন প্রযুক্তি চালু করার কথা জানিয়েছে। যার নাম মোশন সনাক্তকরণ প্রযুক্তি।

হোয়াট কার জানায় এই সুরক্ষা ব্যবস্থা ইন্সটল থাকার কারণে গাড়ির ভেতরে অবৈধভাবে প্রবেশ করা যায়না। যদিও প্রযুক্তিটি বাজারে এখনও প্রচলিত হয়নি। সূত্র: বিবিসি

লাস্টনিউজবিডি/নিরব

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar