ad720-90

দাতব্য সংস্থায় অ্যাপল প্রধানের ৫০ লাখ ডলারের শেয়ার


সোমবার শেয়ার বাজারের শুরুতে অ্যাপলের শেয়ার মূল্য ছিলো ২০৫.৮৬ মার্কিন ডলার। এই হিসাবে কুকের দান করা শেয়ারের মূল্য দাঁড়ায় ৪৮ লাখ ৭০ হাজার ডলার–খবর সিএনবিসির।

টিম কুকের নিজস্ব তহবিল থেকে এই শেয়ার দান করা হয়েছে বলে উল্লেখ করা হয় এসইসি নথিতে।

ঠিক কোন দাতব্য সংস্থায় এই শেয়ারগুলো দান করা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। আগের বছর অগাস্টেও সমান মূল্যের শেয়ার আরেকটি দাতব্য সংস্থায় দান করেছিলেন অ্যাপল প্রধান। ওই সংস্থাটিরও নাম প্রকাশ করা হয়নি।

এসইসি নথির তথ্য অনুযায়ী দানের পরও অ্যাপলের ৮৫৪৮৪৯টি শেয়ার রয়েছে কুকের দখলে।

এর আগে রবার্ট এফ. কেনেডি সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস ও হিউম্যান রাইটস ক্যাম্পেইনে দান করেছেন কুক। সে সময় অ্যাপল প্রধান বলেন, তার পুরো সম্পদই দাতব্য সংস্থায় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার কুকের এক টুইট বার্তার মাধ্যমে অ্যাপলের পক্ষ থেকে আরও ঘোষণা দেওয়া হয় যে, অ্যামাজন বনের আগুন নিয়ন্ত্রণে অনুদান দেওয়ারও পরিকল্পনা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar