মার্সেইডিজ-বেঞ্জ গাড়িতে ব্যাটারি ত্রুটি
২০১৮ থেকে ২০১৯ সালের মার্সেইডিজ-বেঞ্জ সি-ক্লাস মডেলে বিশেষভাবে সি৩০০ এবং এএমজি সি৪৩ গাড়িতে এই ত্রুটি রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।
গাড়িগুলো বানানো হয়েছে ২০১৮ সালের অগাস্ট থেকে ২০১৯ সালের জুলাই মাসের মধ্যে। এই গাড়িগুলোতে ত্রুটি রয়েছে বলে শতভাগ নিশ্চিত নির্মাতা প্রতিষ্ঠানটি।
এনএইচটিএসএ’র নথিতে বলা হয়েছে, ১২ ভোল্টের ব্যাটারি ব্র্যাকেট যথাযথভাবে লাগানো হয়নি, ফলে এটি পুরোপুরি নিরাপদ নয়।
এই ত্রুটির কারণে গাড়ি দুর্ঘটনায় পড়লে ব্যাটারির সংযোগ খুলে যেতে পারে। দুর্ঘটনার পর গাড়ির অনেক ফাংশনে ব্যাটারি দরকার হয়, যেমন হ্যাজার্ড লাইট জ্বালানো। এ ছাড়া ব্যাটারি গাড়ি থেকেও খুলেও পড়তে পারে বলে জানানো হয়েছে।
ব্যাটারি ব্র্যাকেট ঠিকমতো লাগানো না হলে গাড়ি চালানোর সময় চালক ইঞ্জিন চেম্বার থেকে ঠকঠকে আওয়াজ শুনতে পারেন।
ব্যাটারির এই ত্রুটি সারাতে গাড়িগুলো মার্সেইডিজ-বেঞ্জ ডিলারের কাছে আনতে বলা হয়েছে। এর জন্য কোনো মূল্য নেবে না প্রতিষ্ঠানটি। ৮ অক্টোবর থেকে বিষয়টি ইমেইলে মালিকদের জানাবে মার্সেইডিজ-বেঞ্জ।
Comments
So empty here ... leave a comment!