ad720-90

৩১ হাজার ডলারে জবসের অটোগ্রাফকৃত পোস্টার


পোস্টারটির
নিলাম শুরু হয় ২৫ হাজার ডলার থেকে। নিলামে ছয় হাজার ডলার বেশি মূল্যে বিক্রি হয় এটি–
খবর আইএএনএস-এর।

নেইট ডি. স্যানডার্স
অকশনস-এর পক্ষ থেকে বলা হয়, “জবসের মাত্র দুইটি পোস্টার নিলাম হয়েছে। ২০১৭ সালে জবস-এর
স্বাক্ষর দেওয়া একটি নেটওয়ার্ল্ড এক্সপো পোস্টার স্যান ফ্রান্সিসকোতে বিক্রি হয়েছিলো
১৯৬৪০ মার্কিন ডলারে। ১৯৯২ সালে এই পোস্টারটি স্বাক্ষর করেছিলেন সাবেক অ্যাপল প্রধান।”

পিক্সারের বেশিরভাগ
শেয়ার ছিলো জবস-এর দখলে। আর ‘টয় স্টোরি’ সিনেমার নির্বাহী প্রযোজক ছিলেন তিনি। পরবর্তীতে
পিক্সারকে অধিগ্রহণ করে ডিজনি। এর ফলে ডিজনি বোর্ড অফ ডিরেক্টরের সদস্যও হয়েছিলেন জবস।

নিলামে টয় স্টোরি
পোস্টারটি আকার ২৪ ইঞ্চি বাই ৩৬ ইঞ্চি। ১৯৯৫ সালের পর কোনো এক সময় এটিতে স্বাক্ষর করেছিলেন
জবস।

তিনটি অ্যাকাডেমি
অ্যাওয়ার্ড নমিনেশনসহ অসাধারণ সাফল্য পেয়েছিলো টয় স্টোরি। বক্স অফিসে সিনেমাটি আয় করেছিলো
৩৭.৩৬ কোটি মার্কিন ডলার। এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমাগুলোর একটি
টয় স্টোরি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar