ad720-90

হুয়াওয়ে পি৪০ স্মার্টফোনে আসতে পারে হারমোনিওএস


এক সাক্ষাৎকারে ইউ বলেন, মার্কিন সরকারের সঙ্গে অবস্থার উন্নতি না হলে তারা হারমোনিওএস ব্যবহার করা শুরু করবেন– খবর আইএএনএস-এর।

ইউ আরও বলেন, হারমোনিওএস এখন স্মার্টফোনের জন্য প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থার উন্নতি হয় কিনা দেখার জন্য তারা অপেক্ষা করছেন।

হারমোনিওএস-এর পাশাপাশি ইন্টারনেট অফ থিংস (আইওটি) এবং রোবোটিকস খাতে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে নিজস্ব কিরিন প্রসেসর বিক্রির কথাও ভাবছে হুয়াওয়ে।

সম্প্রতি আইএফএ ২০১৯-এ কিরিন ৯৯০ ফ্ল্যাগশিপ প্রসেসর উন্মোচন করেছে হুয়াওয়ে। এই প্রসেসরটিতে বিল্ট-ইন রয়েছে ৫জি মডেম।

কিরিন ৯৯০ (৫জি) এমন প্রথম প্রসেসর যাতে ফুল-ফ্রিকোয়েন্সির ৫জি এসওসি রয়েছে যা নন-স্ট্যান্ডঅ্যালোন (এনএসএ) এবং স্ট্যান্ডঅ্যালোন (এসএ) উভয় আর্কিটেকচারই সমর্থন করে। ফলে বিস্তৃত নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক মোডে কাজ করবে প্রসেসরটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar