ad720-90

এবার ইনকগনিটো মোড আসছে গুগল ম্যাপস-এ


আপাতত গোপনতার এই মোডটি বেটা সংস্করণ হিসেবে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

এক্সডিএ ডেভেলপার্সের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, নতুন এই ইনকগনিটো মোডটি বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়াও গুগল ম্যাপস-এর ১০.২৬ সংস্করণে হাঁটাচলার জন্য ‘আইস ফ্রি’ ন্যাভিগেশনেরও ইঙ্গিত পাওয়া গেছে। ফিচারটি চালু হলে হেঁটে কোনো পথ খোঁজার সময় মোবাইলের দিকে খুব বেশি তাকাতে হবে না। অডিওর মাধ্যমেই বিস্তারিত র্নিদেশাবলী জানিয়ে দেওয়া হবে  গ্রাহককে।

আগের মাসেই নতুন ‘লাইভ ভিউ’ ন্যাভিগেশন মোড চালু করা হয়েছে গুগল ম্যাপস-এ। হেঁটে পথ খোঁজার ক্ষেত্রে অনেকটা বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায় এর মাধ্যমে।

ম্যাপস অ্যাপটিকে ব্যবহারকরীদের জন্য আরও উপযোগী করতে বাইক শেয়ারিং স্টেশনও চালু করতে যাচ্ছে গুগল, যার মাধ্যমে নিকটবর্তী বাইক শেয়রিং স্টেশনের সন্ধানও পাবেন গ্রাহক।

মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানে পরীক্ষার পর ভারতসহ প্রায় ৪০টি দেশে ম্যাপস অ্যাপে গতি নিয়ন্ত্রক এবং মোবাইল রেডার লোকেশন সেবা চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

এ ছাড়াও চলতি বছরের জুলাই মাসে গুগল ম্যাপস-এ যোগ হয়েছে ৪৫ হাজারেরও বেশি স্থান এবং পাবলিক টয়লেট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar