ad720-90

যেকোনো ছবির Background রিমুভ করুন মাত্র ৫ সেকেন্ডে


আমরা অনেক সময় ফটো এডিট করার সময় ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। ফটো এডিটিং এখন একটা আর্টে পরিণত হয়েছে। Dslr দিয়ে ছবি তুলে সুন্দর করে এডিট করে তা ফেসবুক বা ইন্সটাগ্রামে আপলোড করা অনেকের ডইলি রুটিন। তাই ফটো এডিটিং করতে পারা এখন অনেক ভালো একটা কাজ। বিভিন্ন কোম্পানি তাদের লোগো, ব্যানার ইত্যাদি এডিট করার জন্য লোক নিয়ে থাকে। তাই ফটোশপ এর কাজ জানা থাকলে খুব ভালো হয়। যারা কম্পিউটারে PhotoShop এ এডিট করে তাদের জন্য ছবির Background রিমুভ করা তেমন কঠিন কাজ নয় তবুও ১০০% সঠিক ভাবে করা যায়না। আর মোবাইল দিয়ে রিমুভ করতে গেলে অনেক সময় লেগে যায়, যা খুবই বিরক্তিকর লাগে।
তাই বন্ধুরা আজকে আমি দেখাবো মাত্র একটা ক্লিক করেই ২০-৩০ সেকেন্ডে যেকোন ছবির Background রিমুভ করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে নিচের ওয়েবসাইট টাতে চলে যান।

  • www.remove.bg
  • তারপর নিচের ছবির মত Select Photo তে ক্লিক করে আপনার ছবিটা সিলেক্ট করে দিয়ে Done ক্লিক করুন।

    তারপর আপনার ছবিটা আপলোড হওয়া শুরু হবে। আপলোড হবার পর সাথে সাথে আপনার কাংক্ষিত Background ছাড়া ছবি চলে আসবে নিচের মত

    তো বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। পোস্ট টা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
    ভালো লাগলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন।

  • My Blog Click Here




  • সর্বপ্রথম প্রকাশিত

    Sharing is caring!

    Comments

    So empty here ... leave a comment!

    Leave a Reply

    Sidebar