ad720-90

আবরারের আইডিতে ‘রিমেম্বারিং’ ট্যাগ যুক্ত করলো ফেসবুক


লাস্টনিউজবিডি,০৮ অক্টোবর: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ফেসবুক প্রোফাইলকে বিশেষভাবে স্বরণে রাখার জন্য ‘রিমেম্বারিং’ ট্যাগ যুক্ত করেছে ফেসবুক। আজ সোমবার ভোরে আবরার খুন হন। ইতোমধ্যে ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন-আবরার হত্যা নিয়ে যা বললেন আসিফ নজরুল

‘রিমেম্বারিং’ ট্যাগ যুক্ত করে ফেসবুক তার প্রোফাইল পিকচারের ওপরে লিখেছে, ‘We hope people who love Abrar will find comfort in visiting his profile to remember and celebrate his life.’

এতে তার প্রোফাইলে অন্য কেউ আর লগইন করতে পারবে না। এছাড়া অ্যাকাউন্টটি হ্যাক করারও ঝুঁকি থাকল না।

আরও পড়ুন-মৃত্যুর আগে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থী ফাহাদ

এর আগে ৫ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এটি ছিল আবরারের শেষ পোস্ট। যা শেয়ার হয়েছে ৪৩ হাজার বার। আর তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

লাস্টনিউজবিডি/আনিছ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar