ad720-90

পিক্সেল ৪ আনলো গুগল


তিনটি রঙে আনা
হয়েছে নতুন ডিভাইসটি, সাদা, কালো এবং সীমিত সংস্করণে কমলা। ২৪ অক্টোবর ডিভাইসটি বাজারে
আসবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

পিক্সেল ৪-এর
বাজার মূল্য শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার থেকে। আর পিক্সেল ৪এক্সএল-এর দাম শুরু ৮৯৯
ডলার থেকে।

পিক্সেল ৪এক্সএল-এ
রাখা হয়েছে ৬.৩ ইঞ্চি কোয়াড এইচডি পর্দা। অন্যদিকে পিক্সেল ৪-এর পর্দা ৫.৭ ইঞ্চি ১০৮০পি।
দুইটি ডিভাইসেরই পর্দার সর্বোচ্চ রিফ্রেশ রেট ৯০ হার্টজ। তবে ব্যাটারি খরচ কমাতে কিছু
ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট ৬০ হার্টজে নামিয়ে আনবে ডিভাইসটি।

নতুন এই ফ্ল্যাগশিপ
ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের সঙ্গে ছয় গিগাবাইট
র‍্যাম। এ ছাড়া ডিভাইসটির স্টোরেজ পাওয়া যাবে ৬৪ গিগাবাইট বা ১২৮ গিগাবাইট।

ডিভাইসগুলোর
ব্যাটারি রাখা হয়েছে ছোট। পিক্সেল ৪-এর ব্যাটারি ২৮০০এমএএইচ এবং পিক্সেল ৪এক্সএল-এর
ব্যাটারি ৩৭০০এমএএইচ।

ছবি- গুগল

ছবি- গুগল

পিক্সেল ৪-এর
পর্দার ওপরের দিকে বেশ মোটা বেজেল রাখা হয়েছে। এতে বেশ কিছু সেন্সরের সাহায্যে নতুন
দুইটি ফিচার এনেছে গুগল। এর মধ্যে একটি ফেইস আনলক ব্যবস্থা এবং অন্যটি মোশন সেন্স।
মোশন সেন্স ফিচারের মাধ্যমে পর্দা না ছুঁয়ে এর ওপর হাত ঘুরিয়ে ডিভাইসে কমান্ড দিতে
পারবেন গ্রাহক।

গুগলের প্রজেক্ট
সলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মোশন সেন্স ফিচারে। মিউজিক নিয়ন্ত্রণ বা কল কেটে দেওয়ার
মতো কাজগুলো করা যাবে এই ফিচারের মাধ্যমে। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি মোশন সেন্স
প্রসেসিং হয় ডিভাইসের মধ্যেই এবং গ্রাহক চাইলে যেকোনো সময় এটি বন্ধ করে রাখতে পারবেন।

ক্যামেরা ব্যবস্থার
জন্য পেছনে মূল ক্যামেরার সঙ্গে একটি টেলফটো পোরট্রেইট লেন্স যোগ করেছে গুগল। অপটিকাল
এবং ডিজিটাল ফোকাসের সমন্বয়ে ২এক্স জুম করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পেছনে দ্বিতীয়
আরেকটি ক্যামেরা লেন্স যোগ করার পাশাপাশি বেশ কিছু সফটওয়্যার কৌশল যোগ করেছে গুগল।
এতে আগের চেয়ে উন্নত হয়েছে নাইট সাইটের মতো ক্যামেরা মোডগুলো।

পিক্সেল ৪ ডিভাইসটিতে
নতুন রেকর্ডার অ্যাপও উন্মোচন করেছে গুগল, যা গুগলের স্পিচ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার
করে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত বাক্যের প্রতিলিপি করতে পারে। গ্রাহক চাইলে নির্দিষ্ট শব্দ
দিয়ে সার্চ করে আগের রেকোর্ডিংগুলো বের করতে পারবেন। কোনো ক্লাউড সংযোগ ছাড়া পুরো প্রক্রিয়াটি
ডিভাইসেই কার্যকর করছে গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar