ad720-90

গুগল আপনার পাসওয়ার্ড যেভাবে সুরক্ষিত রাখবে


গুগল তাদের সব ধরনের পরিষেবার পাসওয়ার্ডসহ পণ্যগুলোর সুরক্ষা বাড়াতে নতুন একটি ফিচার নিয়ে এসেছে। গুগল একটি অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেকআপ ফিচার যুক্ত করেছে যা সব সংরক্ষিত পাসওয়ার্ড স্ক্যান করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেয়।
গুগলের নতুন এই পাসওয়ার্ড চেকআপ ফিচারটি ব্যবহার করতে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে:

১. ব্রাউজার থেকে https://myaccount.google.com -এ প্রবেশ করুন ।

২. আগে থেকে সাইন-ইন করা না থাকলে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করুন।

৩. এখন ‘সুরক্ষা’ বিভাগে নেভিগেট করুন।

৪. নিচে স্ক্রল করুন এবং অন্যান্য সাইটে সাইন-ইন অপশনটি সন্ধান করুন।

৫. পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি নির্বাচন করুন।

৬. পরবর্তী পেজে পরিষেবাটি সক্রিয় করতে ‘গেট স্টার্ট’ –এ ক্লিক করুন। পেজটি গুগল অ্যাকাউন্টে আপনার সব সংরক্ষিত পাসওয়ার্ডের তালিকা প্রদর্শন করবে।

৭. এখন চেক পাসওয়ার্ড -এই লিঙ্কে ক্লিক করুন।

৮. এটি আপনাকে চেক পাসওয়ার্ড বাটনসহ অন্য একটি পেজে পুনঃনির্দেশ করবে। এটিতে ক্লিক করুন

৯. আপনাকে যাচাইয়ের জন্য আবার পাসওয়ার্ড প্রবেশ করতে বলা হবে।

১০. এরপর গুগল আপনার সব সংরক্ষিত পাসওয়ার্ড বিশ্লেষণ করবে এবং  আপসযুক্ত, ব্যবহার করা এবং দুর্বল –এই তিনটি বিভাগে পাসওয়ার্ডগুলো প্রদর্শন করবে।

১১. এছাড়া চেকআপ টুলটি সেই সব অ্যাকাউন্টগুলোর একটি তালিকাও প্রকাশ করবে যেখানে আপনি একই পাসওয়ার্ড ব্যবহার করছেন।সূত্র: গেজেটসনাউ





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar