ad720-90

এবার নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ১৫টি দল


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন
সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজন করা হয় প্রতিযোগিতার।

বেসিসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশ
থেকে ৪ হাজারেরও বেশি প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখান থেকে বাছাই
সেরা ৪৫টি দলকে নিয়ে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয়
দুদিন ব্যাপী হ্যাকাথন বা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ এর চূড়ান্ত প্রতিযোগিতা।

রোববার রাতে সেই ৪৫টি দলের মধ্যে নয় বিভাগের সেরা
১৫টি দলের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজয়ী দলগুলো হচ্ছে-

ঢাকা বিভাগ

চ্যাম্পিয়ন –স্পেসটাইম

রানার্স-আপ- হকিং

চট্টগ্রাম বিভাগ

চ্যাম্পিয়ন-আলট্রা রোবোটিক্স

রানার্স-আপ- সিনটেক্স অ্যারোর

রাজশাহী বিভাগ

চ্যাম্পিয়ন- টিম কিউরিয়াস

রানার্স-আপ- এএসএসআর এক্সপ্লোরার

কুমিল্লা বিভাগ

চ্যাম্পিয়ন- এরিয়াল এক্স

রানার্স-আপ- গ্রীন এক্স

সিলেট বিভাগ

চ্যাম্পিয়ন- ভিআর ওয়েব

খুলনা বিভাগ

চ্যাম্পিয়ন-টিম রেডিয়েন্ট

রানার্স-আপ- বিএসএমআরএসটিইউ আউটলুনাস্ট

বরিশাল বিভাগ

চ্যাম্পিয়ন- ও-জোন

রংপুর বিভাগ

চ্যাম্পিয়ন- লুনার ফেলো

ময়মনসিংহ বিভাগ

চ্যাম্পিয়ন-যেকেকেএনআইইউ টেক হাব

রানার্স-আপ- অ্যাম্ফিবিয়ানস

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের পার্টনার হিসেবে রয়েছে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন
প্রকল্প- আইডিইবি।

সেরা প্রকল্পগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার
সুযোগ পাবে।

বেসিসের ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের
ডেপুটি ম্যানেজার ওয়াসেক সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয়ী ১৫টি দলের
প্রোফাইল ইতোমধ্যে নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

জলবায়ু, চাঁদ, অন্যান্য গ্রহ নক্ষত্রসহ ৫টি ক্যাটাগরির
অধীনে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এই ১৫টি দল নিজ নিজ ক্যাটাগরিতে বিশ্বের অন্য প্রতিযোগী
দেশগুলোর সঙ্গে অনলাইনে প্রতিযোগিতা করবে বলে জানান সাজ্জাদ।

বিজয়ী দলগুলোকে আগামী মে মাসে বিজয়ী ঘোষণা করবে নাসা।
জুনে যুক্তরাষ্ট্রে দেওয়া হবে পুরস্কার।

গত বছর ‘বেস্ট ইউজ অব ডেটা ক্যাটাগরিতে’ শীর্ষ চারে
স্থান করে নেওয়া ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর আর জাপানের দলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন
 হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
দল অলিক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar