ad720-90

গুগল গো অ্যাপে ইনকগনিটো ফিচার


গুগল গো অ্যাপ। ছবি: গুগলের সৌজন্যেগুগল গো অ্যাপের জন্য ইনকগনিটো ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। এতে এ অ্যাপ ব্যবহারকারীরা গুগলের সার্চ ফিচারটি নিশ্চিন্তে পরিচয় গোপন করেই ব্যবহার করতে পারবেন। এতে গুগল অ্যাকাউন্ট বা ডিভাইসে ব্যবহারকারীর সার্চ ইতিহাস সংরক্ষিত থাকবে না।

যাঁরা একই ডিভাইস কয়েকজন ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে গুগল গো অ্যাপের ইনকগনিটো ফিচার দারুণ কাজে লাগবে। এ মোড ব্যবহারকারী তাঁর সার্চের অভিজ্ঞতা অন্যদের কাছ থেকে আলাদা করে রাখতে পারবেন। অর্থাৎ, প্রাইভেসি বজায় থাকবে।

গুগল গোর প্রডাক্ট ব্যবস্থাপক রাধা নারায়ণ বলেন, অনেকেই অনলাইনে কারও জন্য উপহার কেনার আগে গবেষণা করেন। অনেকেই ব্যক্তিগত স্বাস্থ্যের অনেক বিষয় গুগলে সার্চ করেন। গুগল চায় ব্যক্তিগত বিষয়গুলো যাতে তাঁদের কাছে একান্ত ব্যক্তিগত থাকে, সে সুবিধা দেওয়া। গুগল গোতে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এতে ব্যবহারকারী আরও বেশি প্রাইভেসি নিয়ন্ত্রণের সুবিধা পাবেন। গুগল গোর ইনকগনিটো মোড বেশ কয়েকটি ভাষায় চালু হচ্ছে। এর মধ্যে বাংলা ভাষাও রয়েছে। এ ছাড়া ইংরেজি, হিন্দি, অসমীয়, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু ও উর্দু ভাষাতেও এটি পাওয়া যাবে।

গুগল গোতে ফিচারটি চালু করতে সার্চ বারের ডান পাশে ধূসর ইনকগনিটো মোড চাপ দিন। গুগল সাপোর্ট পেজেও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

গুগলের পক্ষ থেকে বলা হয়, কোনো সার্চ পেজ যদি আধা ঘণ্টা বন্ধ থাকে, তবে সে পেজের সবকিছু মুছে যাবে। গুগল গো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অ্যাপ বন্ধ করলে আগে যাওয়া সব ওয়েবসাইট, পেজ সব মুছে যাবে। সেগুলো সংরক্ষিত থাকবে না। তবে কোনো ফাইল ডাউনলোড করা হলে তা ডিভাইসে থাকবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar