ad720-90

হায় অ্যাপল, তুমিও!



প্রতিটি স্মার্টফোনেই ভলিউম কমিয়ে আনার জন্য ফাংশন দেওয়া আছে। সেটিংসে যাবেন, সেখানে সাউন্ড অপশন খুঁজে বের করবেন এরপর পর্দায় স্লাইডারটি টেনে আওয়াজ কমিয়ে দেবেন। আরও সহজ পদ্ধতি হলো ফোনের পাশে ভলিউম কমানোর বাটন চেপে ধরে রাখা। মোটামুটিভাবে সব ফোনেই হিসাব একই। ব্যতিক্রম অ্যাপলের আইফোন। সেখানে প্রচলিত এই দুই পদ্ধতি তো আছেই, তার সঙ্গে আছে বিশেষ একটি বাটন যেটি মূহুর্তেই আপনার ফোনটিকে সাইলেন্ট মোডে নিয়ে যাবে। সম্ভবত ব্যস্ত মানুষদের আইফোনে ওই বটনটিরই ব্যবহার হয় সবচেয়ে বেশি। মিটিংয়ে ঢুকছেন, সাইল্টে করে নিলেন ফোন। মিটিং শেষে বেরোচ্ছেন, ফের ফোনটিকে ফিরিয়ে আনলেন পুরোনো সেটিংসে। জীবন সহজ!



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar