ad720-90

তথ্য চুরির সংকেত দেবে যে ব্রাউজার


ইন্টারনেট ব্যাবহারকারীদের কাছে হ্যাকিং একটা আতংকের নাম। তবে যদি এমন হয় যে হ্যাকার ফাঁদ পাতল  আর ব্রাউজার জানিয়ে দিল, তথ্য চুরির চেষ্টা চলছে, তাহলে কতই না সুবিধা।

এমনি এক চমকপ্রদ সুবিধা নিয়ে মজিলা ফায়ারফক্স ৭০ নামে নতুন একটি ব্রাউজার লঞ্চ করেছে। যেটি উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক প্লাটফর্মের জন্য কাজ করবে। মজিলা ব্রাউজারে অ্যাড করা সোশ্যাল মিডিয়া ট্রেকার যুক্ত করেছে। এতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্ট্রাগ্রাম, টুইটার, ইউটউব, লিংকডইন’র মতো প্লাটফর্মগুলোতে আসা যেকোনো ট্র্যাকিং রিকোয়েস্ট রিজেক্ট ও বক্ল করে দেবে।

একইভাবে গুগল ক্রোমও ব্রাউজারে অ্যাড করেছে পাসওয়ার্ড চেকআপ টুল। সাম্প্রতি জার্মানিতে যুক্তরাষ্ট্রের তথ্য নিরাপত্তা দফতর দাবি করেছে- ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা ইডিজিই’র চেয়ে অধিকতর নিরাপদ মজিলা ফায়ারফক্স। সংস্থাটি সরকারি দফতরে মজিলা ফায়ারফক্স ব্যবহারের জন্য পরামর্শও দিয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar