ad720-90

গুগল ম্যাপে লাদাখ এখনও জম্মু-কাশ্মীরেরই অংশ!


লাস্টনিউজবিডি,০৫ নভেম্বর: গত ৩১ অক্টোবর থেকে আর রাজ্য নয়। দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়েছে কাশ্মীর। তৈরি হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। গত রবিবার দুই কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন মানচিত্রও প্রকাশ করেছে কেন্দ্র। তবে, এখনও সেই মানচিত্র অনুযায়ী নিজেদের আপডেট করতে পারেনি গুগল ম্যাপস।

পৃথক দুই কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশের পর কেটে গিয়েছে প্রায় ৬ দিন। কিন্তু এখনও দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল চিহ্নিত হয়নি গুগল ম্যাপসে। লাদাখ ও জম্মু-কাশ্মীরের মাঝ বরাবর যে পৃথককারী রেখা, তা এখনও দেখা যাচ্ছে না সেই ম্যাপে। এমনকি সেখানে পৃথকভাবে লাদাখ ও জম্মু-কাশ্মীরকেও আলাদা অঞ্চল হিসাবে দেখানো হচ্ছে না। এমনকি লাদাখের লেহ কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরের ঠিকানাতেও দেখানো হচ্ছে জম্মু ও কাশ্মীররের অংশ হিসাবে।

গুগলের এ বিষয়ে অভিযোগও জানিয়েছেন অনেকে। তবে, এখনও তাঁরা গুগল থেকে কোনও জবাব পাননি বলে জানান।

লাস্টনিউজবিডি/আনিছ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar