ad720-90

শাওমির ফোল্ডএবলে পাঁচ পপ-আপ ক্যামেরার পেটেন্ট


পেটেন্টে দেখা গেছে ফোল্ডএবল ডিভাইসটির পর্দা ভাঁজ হবে বাইরের দিকে। পপ-আপ ক্যামেরা পাঁচটি গ্রাহক সেলফি বা পেছনের ক্যামেরা দুই মোডেই ব্যবহার করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

ডিভাইসের খসড়া চিত্রে দেখা গেছে পর্দার চারপাশে অত্যন্ত সরু বেজেল রাখা হয়েছে। আর পর্দায় রাখা হয়নি কোনো নচ।

চলতি বছরের ২০ অগাস্ট এই পেটেন্ট আবেদন জমা দেয় শাওমি। আগের সপ্তাহেই অনুমোদন পাওয়ার পর পেটেন্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ভাঁজ খোলা অবস্থায় পপ-আপ ক্যামেরাগুলো থাকবে ডিভাইসের বাম দিকে।

আগের সপ্তাহেই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মি সিসি৯ প্রো উন্মোচন করেছে শাওমি। ডিভাইসটির পেছনে রাখা হয়েছে পাঁচ ক্যামেরা সেন্সর। এর মধ্যে মূল ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেল।

৬.৪৭ ইঞ্চি ফুল-এইচডি+ ওলেড পর্দা রয়েছে মি সিসি৯ প্রো ডিভাইসে। এর পাশাপাশি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর সঙ্গে আট গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ রাখা হয়েছে এতে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar