ad720-90

অপো স্মার্টফোন সংযোজন হচ্ছে দেশেই


অপোর কারখানায় কাজ করছেন কর্মীরা। ছবি: অপোর সৌজন্যেবাংলাদেশে সংযোজন করা এ৫ এস ও এ১কে মডেলের দুটি স্মার্টফোন বাজারে আনছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপো। গাজীপুরে অবস্থিত অপোর স্মার্টফোন সংযোজন কারখানাটি হতে যাচ্ছে বিশ্বে অপোর দশম স্মার্টফোন কারখানা। দেশের বাজারে স্থাপিত এ কারখানার মাধ্যমে গ্রাহকদের হাতে আরও দ্রুত সময়ের মধ্যে অপো স্মার্টফোন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

অপো কর্তৃপক্ষ জানায়, দেশে স্মার্টফোন সংযোজন হওয়ায় এখন দেশের বাজারে গ্রাহকেরা কিছুটা কম দামে অপো স্মার্টফোন কিনতে পারবেন। গাজীপুরে স্থাপিত অপোর মোবাইল সংযোজন কারখানায় প্রতিবছর তৈরি হবে ১০ লাখ স্মার্টফোন।

অপো কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে স্থাপিত অপোর স্মার্টফোন কারখানায় বেশ কিছু মডেলের স্মার্টফোন তৈরি করা হবে। এর ফলে স্মার্টফোন নিয়ে নতুন সব উদ্ভাবন আরও সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড নামে স্থাপিত গাজীপুরের স্মার্টফোন কারখানায় দুই শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অপোর দাবি, বৈশ্বিক মান অনুসরণ করেই তাদের কারখানা স্থাপন করা হয়েছে। দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও বাংলাদেশে তৈরি স্মার্টফোন রপ্তানির পরিকল্পনা রয়েছে অপোর। প্রাথমিকভাবে এ কারখানায় অপো এ৫ এস এবং এ১কে তৈরি করা হবে।

দেশের বাজারে এ৫ এস মডেলের স্মার্টফোনের দাম হবে ১৩ হাজার ৯৯০ টাকা ও এ১কে মডেলের দাম হবে ১০ হাজার ৯৯০ টাকা।

বর্তমানে বাংলাদেশে ১৬ কোটি ২৩ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী এবং ৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। দেশের বাজারে প্রতি মাসে ১০ লাখ নতুন হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। ক্রমবর্ধমান এ চাহিদার কথা মাথায় রেখেই দেশের বাজারে স্মার্টফোন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অপো।

দেশের বাজারে স্মার্টফোন কারখানা স্থাপন প্রসঙ্গে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, দ্রুত অগ্রসরমাণ অর্থনীতির দেশ বাংলাদেশ। ডিজিটালাইজেশনের দিক থেকেও নেতৃত্বের আসনে রয়েছে দেশটি। ফাইভ–জি প্রযুক্তি চালুর ক্ষেত্রেও প্রথম সারিতেই থাকতে চায় বাংলাদেশ। ফলে এখানে স্মার্টফোন সংযোজন কারখানা স্থাপনের মাধ্যমে অপো গ্রাহকদের হাতে আরও সাশ্রয়ী দামে স্মার্টফোন তুলে দিতে সক্ষম হবে, যা দেশজুড়ে মানুষের কাছে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া অপোর এ বিনিয়োগের ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি দেশে প্রযুক্তিতে দক্ষ কর্মীও গড়ে তুলবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar