ad720-90

সিম্ফনির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উদ্বোধন


জেড ২০ উদ্বোধন করেন সিম্ফনির কর্মকর্তারা। ছবি: সিম্ফনির সৌজন্যেসিম্ফনি বাজারে আনল ফ্ল্যাগশিপ স্মার্টফোন জেড ২০। স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম, ৬.২৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ২.৫ডি গ্লাসের সঙ্গে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সিম্ফনি মোবাইলের প্রধান কার্যালয়ে নতুন স্মার্টফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেড ২০ স্মার্টফোনটিতে রয়েছে ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ডিভাইসটিতে আছে ৩০০০ এমএএইচ এর নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি

ফোনটির পেছনে দুটি ক্যামেরা সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল ও অপরটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর সামনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ক্যামেরা মোড হিসেবে আছে এইআই, গুগল লেন্স, পোর্ট্রেট, স্লো-মোশন, ফেস বিউটি, নাইট শট, টাইম ল্যাপস, এইচডি আর, ফিল্টার, বার্স্ট, প্যানোরামা, অডিও নোট, কিউআর কোড। স্মার্টফোনটিতে সেন্সর হিসেবে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি-সেন্সর, জিপিএস এবং এজিপিএস।

সিম্ফনি জেড ২০ স্মার্টফোনটির বিশেষ ফিচার হিসেবে আছে ফেস আনলক, এআই ক্যামেরা, স্মার্ট কন্ট্রোল, মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ফোরজি স্ট্যান্ডবাই, ডুয়েল ভোল্টে (ভয়েজ ওভার এলটিই) স্ট্যান্ডবাই (নেটওয়ার্ক নির্ভর), ফিংগার প্রিন্টের মাধ্যমে কুইক ক্যাপচার, স্মার্ট কন্ট্রোল।

লাইট ব্লু এবং ডার্ক ব্লু রঙে সিম্ফনির নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি পাওয়া যাবে ৮ হাজার ৯৯০ টাকা।

ফোন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ এবং প্রধান বিক্রয় কর্মকর্তা এম এ হানিফসহ সিম্ফনি মোবাইলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar