ad720-90

রোবটের টিপ্পনি খেলোয়াড়দের ‘গায়ে লাগে’ বেশি


গবেষকরা এই গবেষণায় অংশ নেওয়া গেইমারদেরকে পেপার রোবটের সঙ্গে একটি যুক্তিভিত্তিক গেইম খেলতে বলেন। পেপার হচ্ছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সফটব্যাংক-এর বানানো একটি রোবট যার চেহারা মানুষের মতো।

খেলার সময় রোবটটি গেইমারদেরকে উৎসাহ দেওয়া আর অপমান করা এই দুই আচরণের মধ্যে নিজেকে বদলাতে থাকে, এমনটাই বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

পেপার যখন তাদেরকে অপমান করছিল তার তুলনায় রোবটটি যখন ইতিবাচক ছিল তখন গেইমাররা ভালো পারফর্ম করেছেন।

প্রতিদ্বন্দ্বীতামূলক জায়গায় যে অপমান বা টিপ্পনী কেটে পারফরম্যান্স বাজে করে দেওয়া যায় সে তথ্য এর আগেও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

চলতি বছর শুরুতে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, এক প্রতিদ্বন্দ্বী যখন অন্যজনকে বাজে ভাষায় আক্রমণ করতে থাকেন তখন আক্রমণের শিকার প্রতিদ্বন্দ্বী খেলা থেকে মনযোগ হারিয়ে ফেলেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar