ad720-90

ডিনেটের আয়োজনে ‘ই-অ্যাওয়ারনেস অলিম্পিয়াড’ উদ্বোধন


সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা-ডিনেট এই অলিম্পিয়াডের আয়োজন করেছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন অডিটোরিয়ামে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে ডিনেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকার বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমের প্রায় শতাধিক শিক্ষার্থী-শিক্ষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সাধারনত নবম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নানান ধরণের ঝুঁকির মুখে থাকে। সাইবার বুলিং, ভুয়া তথ্য ছড়িয়ে দেয়া থেকে শুরু করে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার মত ঝুঁকিতে থাকা এই তরুণদের জন্য ইন্টারনেটের সঠিক কোন গাইডলাইন এখন পর্যন্ত নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম। বক্তব্য রাখেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনীর হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রধান ড. জিয়া রহমান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ইউএসএআইডি’র গর্ভনেন্স বিষয়ক উপদেষ্টা রুমানা আমিন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar