ad720-90

পেন্টাগনের হাজার কোটি ডলারের চুক্তিতে অ্যামাজনের ‘চ্যালেঞ্জ’


শুক্রবার মার্কিন এক ফেডারেল আদালতে ওই মামলাটি দায়ের করেছে অ্যামাজন ডটকম কর্পোরেশন। তবে, মামলা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। অ্যামাজন ওয়েব সার্ভিসের মুখপাত্র জানান, বিষয়বস্তু স্পর্শকাতর হওয়ায় আদালতের কাছে ‘গোপনতা’ পেতে আবেদন করা হয়েছে। — খবর রয়টার্সের।

আদালতের কাছে গোপনতা বা ‘প্রতিরক্ষা নির্দেশ’ আবেদনের এক নথিতে অ্যামাজন বলেছে, “মামলার স্বার্থে মালিকানা তথ্য, বাণিজ্যের কলাকৌশল এবং গোপনীয় আর্থিক তথ্য নথিভুক্ত করা হয়েছে যা প্রকাশ হয়ে গেলে দুই প্রার্থীরই ‘মারাত্মক প্রতিযোগিতামূলক ক্ষতি’ হতে পারে।”

এদিকে, গত সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার জানিয়েছিলেন, মাইক্রোসফটকে ‘জেডাই’ চুক্তিটি দেওয়ার পেছনে পেন্টাগনের ‘পক্ষপাত’ বিষয়ক কোনো কারণ নেই।

এ প্রসঙ্গে এক ইমেইল বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, “প্রতিরক্ষা মন্ত্রণালয় যে স্বচ্ছ্ব, বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে যোদ্ধাদের প্রয়োজন পূরণ করার জন্য মাইক্রোসফটকে নির্বাচন করেছে, সে বিষয়টি প্রমাণিত হবে বলে আশা করছি।”  

উল্লেখ্য, হাজার কোটি ডলার মূল্যের ১০ বছর মেয়াদী ওই ক্লাউড কম্পিউটিং চুক্তিটির পুরো নাম ‘জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফাস্ট্রাকচার’, সংক্ষেপে জেডাই। নিজেদের সব কম্পিউটার নেটওয়ার্ককে একটি ক্লাউড সিস্টেমের অধীনে নিয়ে আসার লক্ষ্যেই বিশাল উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানটির কাজ হবে ওই উদ্যোগের বাস্তবায়ন নিশ্চিত করা।

চুক্তি অনুসারে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিশ্লেষণ ও সেনাবাহিনীর গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মাইক্রোসফটকে। জেডাই প্রকল্প সম্পন্ন হলে যুদ্ধক্ষেত্র থেকেই গুরুত্বপূর্ণ ডেটা ও ক্লাউডে প্রবেশাধিকার পাবে মার্কিন সেনাবাহিনী।

বিশাল অর্থমূল্যের চুক্তিটি বরাবরই ছিল আলোচনায়। পেন্টাগন ইতিহাসে বৃহত্তম ওই চুক্তিটি পেতে শামিল ছিল মাইক্রোসফট, ওরাকল, আইবিএম ও অ্যামাজনের মতো মহারথীরা।

শুরুতেই চুক্তিটির বাছাই প্রক্রিয়ার স্বচ্ছ্বতা নিয়ে প্রশ্ন তুলেছিল ওরাকল। তাদের অভিযোগ ছিল, এতে ‘বাড়তি খাতির’ পাচ্ছে অ্যামাজন। বিচার চেয়ে ফেডারেল আদালতে মামলাও ঠুকে দিয়েছিল প্রতিষ্ঠানটি। আদালতে টেকেনি সে অভিযোগ।

পরে অ্যামাজন যখন চুক্তির দৌড়ে এগিয়ে সে সময় অনেকটা হুট করেই চুক্তি প্রক্রিয়ার স্বচ্ছ্বতা বিষয়ে প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শেষে চুক্তিটি জিতে নেয় মাইক্রোসফট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar