ad720-90

Phone-এ Automatic Touch লেগে যায়? নিয়ে নিন সমাধান


আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এক Solve Post যার মাধ্যমে আপনাদের Phone-এ Automatic Touch হওয়া রোধ করতে পারবেন। অনেকেরই এই সমস্যা হয়ে থাকে। এর ফলে অনেক সময় অন্যের Number-এ Call চলে যায় কিংবা Phone On-ও হয়ে যায়। যাদের এমন হয়, তাদের জন্যই এই Post। চলুন শুরু করি।

 

এর জন্য প্রথমে আপনাকে একটা App Download করতে হবে। নিচের Link থেকে Download করে নিন-

Download Apk (6.6 MB)

 

Download হয়ে গেলে Install করে Open করুন।

তাহলে নিচের মতো আসবে। Accept করবেন।

 

এরপর Draw Over Access আসলে Enable করে দিবেন।

 

কাজ মোটামুটি শেষ। তারপর App-এই দেখাবে কীভাবে আপনি Touch করা Lock করতে পারেন। তবুও আমি দেখিয়ে দিচ্ছি।

 

প্রথমে Notification Bar নিচে নামান। এখানের Touch Lock Notification-এ ক্লিক করুন।

 

তাহলে আপনার Screen-এর সমস্ত Touch করা Lock হয়ে যাবে। এভাবে আপনি Auto Touch রোধ করতে পারেন।

 

পুনরায় Touch করতে পারার জন্য হাতের Icon-এ Double Click করুন।

 

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার YouTube Channel টা অনুগ্রহ করে Subscribe করবেন-

My YouTube Channel

আসসালামু আলাইকুম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar